Raghav Chadha : 'তোমার দেখা নাই রে...', কেজরিওয়ালের গ্রেফতারির পর রাঘবের ‘অনুপস্থিতি’ নিয়ে প্রশ্ন বিরোধীদের
এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পরই লন্ডন থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে গ্রেফতারিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিলেন আপের রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা। সেই শেষ। তারপর থেকে কার্যত অন্তরালেই রয়েছেন এই আপ নেতা।কেজরির গ্রেফতারির পর যেখানে দলের অন্যান্য নেতা নেত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন সেখানে কোথায় গেলেন রাঘব চড্ডা। প্রশ্ন তুলছেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক দল এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর এক নেতা। রাজনৈতিক ময়দানে চড্ডার অনুপস্থিতিও এই জল্পনাকে অনেকটাই উস্কে দিয়েছে। অনেকে আবার এটাও বলছেন চড্ডা এখন বাতিল করা মদ নীতির চলমান ইডির জাল এড়িয়ে চলছেন।
আবগারি নীতি মামলায় ফেডারেল তদন্ত সংস্থা দ্বারা গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এরপর ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে।
কোথায় রাঘব চড্ডা?রাঘব চড্ডার এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট অনুসারে, গত ৪ মার্চ থেকে ভিট্রেক্টমির জন্য লন্ডনে আছেন। ভিট্রেক্টমি রেটিনাল বিচ্ছিন্নত রোধ করার জন্য চোখের অস্ত্রোপচারের একটি প্রক্রিয়া। সম্প্রতি রাঘব চড্ডা লন্ডন ইন্ডিয়া ফোরাম ২০২৪-এ একটি ইন্টারঅ্যাকটিভ অধিবেশনেও অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানটি গত ৯ মার্চ লন্ডন স্কুল অফ ইকনোমিক্স দ্বারা আয়োজন করা হয়েছিল। এই ফোরামের অন্যতম বক্তা ছিলেন রাঘব চড্ডার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী রিণীতি চোপড়া। এই অনুষ্ঠানের কথা ১০ মার্চ নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেন রাঘব চড্ডা।
সফর চলাকালীন তিনি ব্রিটিশ সংসদের সদস্য প্রীত কৌর গিলের সঙ্গেও দেখা করেন। এই নিয়ে বিজেপির সমালোচনার সম্মুখীন হন রাঘব চড্ডা।শরদ গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদ একাধিক বার রাঘবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘রাঘব চড্ডা কোথায়?’ এক্স হ্যান্ডেলে এমন লিখেও পোস্ট করেন তিনি। যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন তিনি।আগেও একাধিকবার জিতেন্দ্র রাঘবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। শনিবার তিনি মন্তব্য করেন, রাঘব অত্যন্ত বুদ্ধিমান। তিনি আপের এক জন মূল্যবান সম্পদ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁর অনুপস্থিতি আপ কর্মীদের ক্ষতি করছে। দলের মুখের এমন অনুপস্থিতি তাঁর দলেরকর্মীদের মনোবল ভেঙ্গে দিচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রেটিনার একটি জটিল সমস্যায় ভুগছেন রাঘব চড্ডা। তার চিকিৎসা করাতেই আপাতত লন্ডনে রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী পরিণীতি চোপড়াও। তবে বিরোধীদের দাবি, দূরে থেকেও মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এমন দিন চলে গেছে। এমনকি লন্ডনে থাকার কারণে কোনও মন্তব্য তিনি করছেন না বা প্রতিবাদে অংশ নিচ্ছেন না কেন তা নিয়েও সরব হয়েছে বিরোধীরা।