• Arvind Kejriwal Tihar Jail : কমল সাড়ে চার কেজি ওজন! গুরুতর অসুস্থ জেলবন্দি কেজরিওয়াল? অস্বীকার তিহাড় কর্তৃপক্ষের
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
  • অসুস্থ জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল? তিহাড় জেলে দু'রাত কাটাতে না কাটাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। জানা গিয়েছে, তাঁর সাড়ে চার কেজি ওজন কমে গিয়েছে। জেলে চিকিৎসকদের ডেকে পাঠানো হয়েছে। বর্তমানে কেমন আছেন দিল্লির মুখ্যমন্ত্রী?কী দাবি আম আদমি পার্টির?আম আদমি পার্টি সূত্রে খবর, তিহাড় জেলে অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। এত দ্রুত সাড়ে চার কেজি ওজন কমে যাওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ডাক্তাররা। তাঁর এই মুহূর্তে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ এবং মেডিক্যাল মনিটরিং প্রয়োজন বলে জানানো হয়েছে।

    জেলে বসেই দিল্লি শাসন! নজরে কেজরিওয়াল

    এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মন্ত্রী অতিশি বলেন, 'মিস্টার কেজরিওয়াল গুরুতরভাবে ডায়াবেটিসে আক্রান্ত। তাঁর শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি ২৪ ঘণ্টা কাজ করেন। দু'দিনের মধ্যে তাঁর সাড়ে চার কেজি ওজন কমে গিয়েছে। যদি অরবিন্দ কেজরিওয়ালের কিছু হয়ে যায়, কেবলমাত্র দেশের মানুষ নয় ভগবানও ওদের ক্ষমা করবেন না।'

    অস্বীকার তিহাড় জেল কর্তৃপক্ষেরআম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, গত ২১ মার্চ ED-র হাতে গ্রেফতার হওয়ার সময় অরবিন্দ কেজরিওয়ালের ওজম ছিল ৫৫ কেজি। এরপর থেকে তাঁর সাড়ে চার কেজি ওজন কমে গিয়েছে। যদিও তিহাড় জেল কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাদের বক্তব্য, 'অরবিন্দ কেজরিওয়ালের ওজন একই রয়েছে। তাঁর রক্তে সর্করার মাত্রাও সঠিক আছে। তিনি জেলে যোগাভ্যাস করেছেন। নিজের সেলেই মর্নিং ওয়াক করেছেন কেজরিওয়াল। সুগার লেভেল মাপার জন্য নিয়মমাফিক পরীক্ষা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে সুগার লেভেল খানিক ওঠানামা করেছে। সেই অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে ডায়াবেটিসের ওষুধও দেওয়া হয়েছে। সুগাল ফল আটকাতে তাঁকে টফিও দেওয়া হচ্ছে।' একইসঙ্গে তিহাড় জেলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলের খাবার নয়, বাড়ির রান্না খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কোনওরকম মেডিক্যাল এমারজেন্সির জন্য কেজরিওয়ালের সেলের বাইরেই একটি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের আইনজীবীর সঙ্গে কথাও বলেছেন তিনি।
  • Link to this news (এই সময়)