• Kerala News: টিকিট চাওয়ায় ধাক্কা যাত্রীর, ট্রেন থেকে পড়ে মৃত্যু টিটি-র
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
  • চলন্ত ট্রেন থেকে টিটিইকে ঠেলে ফেলে দিল যাত্রী। ঘটনাস্থলেই মৃত্য হয় ইকে বিনোদ নামের ওই টিটিই-র। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে এরনাকুলাম-পাটনা সুপারফাস্ট ট্রেনে। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ কেরালার ত্রিশুর মেডিক্যাল কলেজ থানার সীমানার অধীনে ভেলাপপায়া এলাকার মুলানগুন্নাতুকাভু এবং ওয়াদাক্কাঞ্চেরি স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটে।

    পাটনা সুপারফাস্ট ট্রেনে ইকে বিনোদ নামে ওই টিটিই একজন যাত্রীর থেকে টিকিট চান। টিকিট না থাকায় পরবর্তী স্টেশনে ওই যাত্রীকে নামতে বলা হয়। অভিযোগ, টিকিট ছাড়াই যাত্রা করছিলেন ওই যাত্রী। তাই টিকিট চাইতেই টিটিইকে ধাক্কা দেওয়া হয় চলন্ত ট্রেন থেকে।

    অভিযু্ক্তের পরিচয় জানা গেছে। রজনীকান্ত একজন শ্রমিক। সূত্রের খবর, টিকিট কেটে না ওঠায় যাত্রীকে জরিমানা করতে যান টিটিই। কেরালার ত্রিশুর মেডিক্যাল কলেজ থানার সীমানার অধীনে ভেলাপপায়া এলাকার মুলানগুন্নাতুকাভু এবং ওয়াদাক্কাঞ্চেরি স্টেশনের মধ্যবর্তী এলাকা দিয়ে ট্রেন যাওয়ার সময় টিটিই ইকে বিনোদকে চলন্ত ট্রেনের দরজা থেকে ঠেলে ফেলে দেয় রজনীকান্ত। পাটনা সুপারফাস্ট ট্রেনটি তখন সবেগে ছুটছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকে বিনোদের। পরে কেরালা রেলওয়ে পুলিশ সনাক্ত করে ইকে বিনোদের দেহ। দুর্ঘটনাটি ঘটে এরনাকুলাম-পাটনা সুপারফাস্ট ট্রেনের এস ১১ নম্বর কোচে। ট্রেনটি সেইসময় প্রবল গতিতে থাকায় পড়ে যাওয়ার পর মাথায় গুরুতর চোট পান ইকে বিনোদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

    সূত্রের খবর, অভিযু্ক্ত যাত্রী রজনীকান্তওড়িশার একজন ভিন্নভাবে সক্ষম অভিবাসী শ্রমিক। ওই ব্যক্তি সেদিন টিকিট ছাড়াই ট্রেনে ওঠে। টিকিট চাইতেই টিটিই ইকে বিনোদের সঙ্গে বচসা শুরু হয় ওই যাত্রীর। পরে স্টেশনে নামতে বলা হয় যাত্রীটিকে। বচসা চলাকালীন আচমকাই ইকে বিনোদকে ধাক্কা দেয় ওই যাত্রী।

    ঘটনার পরেই তড়িঘড়ি অভিযুক্তর খোঁজ শুরু করে পুলিশ। পরে পলাক্কাদ স্টেশন থেকে অভিযুক্ত রজনীকান্তকে গ্রেফতার করে কেরালা রেলওয়ে পুলিশ।

    সূত্রের খবর, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পর ইকে বিনোদের উপর দিয়ে চলে যায় উল্টোদিক থেকে আসা আরেকটি ট্রেন। এতেই গুরুর আহত হন তিনি। বছর চল্লিশের একজন আন্তরিক অফিসার হিসেবে ইকে বিনোদকে স্মরণ করছেন তাঁর সহকর্মীরা। কাজ ছাড়াও চলচ্চিত্রে ছোটখাটো অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।

    গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে টিটিই ইকে বিনোদের পরিবারকে। ঘটনার জেরে বিনোদের সহকর্মীদের মধ্যে নেমেছে শোকের ছায়া।
  • Link to this news (এই সময়)