এই সময়, বাউরিয়া: হুগলি নদীতে বান আসায় ভেঙে গিয়েছিল জেটি। বন্ধ করে দেওয়া হয় হাওড়ার বাউরিয়া থেকে দক্ষিণ ২৪ পরগনার বজবজের ফেরি সার্ভিস। এই নিয়ে সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। পরিবহণ দপ্তরের উদ্যোগে তড়িঘড়ি জেটি সারিয়ে তা চলাচলের যোগ্য করে তোলা হয়। কিন্তু দেখা যাচ্ছে বড় বড় পাথর বাউরিয়া জেটিতে ফের সমস্যা তৈরি করেছে।এই পাথর না সরালে সমস্যায় পড়বে লঞ্চ। তাই ফের ৬ থেকে ১১ এপ্রিল বন্ধ থাকবে বাউরিয়া জেটিঘাট। পরিবহণ দপ্তর সূত্রের খবর, প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে এই জেটির গ্যাংওয়ে সংস্কার করা হয়। জেটিও ঠিক করে দেওয়া হয়। ওই বানে শুধু জেটি নয়, নদীর ধারের বোল্ডারগুলিরও ক্ষতি হয়। এর ফলে লঞ্চগুলি সরাসরি জেটিতে আসতে পারছিল না।
বিশেষ করে ভাটার সময় সমস্যা আরও বাড়ে। যাত্রীদের জেটি থেকে প্রায় লাফিয়ে লঞ্চে উঠতে নামতে হতো। বোল্ডারের পাশে লঞ্চ দাঁড়ানোয় লঞ্চের ক্ষতি হতো। সেই বোল্ডার ঠিকমতো বসানোর কাজের জন্যই ফেরি সার্ভিস বন্ধ রাখা হবে।
হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর অজয় দে বলেন, ‘৮ এপ্রিল থেকে হুগলি নদীতে ফের বান আসার কথা। ৯ তারিখ তা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।’
তবে সে সময় ঈদ ও বিভিন্ন স্কুলের পরীক্ষা থাকায় সমস্যায় পড়বেন দু’পারের মানুষ। প্রসঙ্গত, ১২ মার্চ বান আসার পর ফেরি সর্ভিস বন্ধ হয়ে যায়। সংস্কার করার পর ২৯ মার্চ থেকে ফের ফেরি সার্ভিস শুরু হয়। যাত্রী পরিষেবা উন্নতির কথা মাথায় রেখে বাউড়িয়ায় ছোট জেটির পরিবর্তে এবার একটি নতুন বড় জেটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই কারণে ৫ দিন এই পথে ফেরী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অজয় দে। সূত্রের খবর আগামী ৮ ও ৯ এপ্রিল ষাড়াষাড়ি বাণ। সেই কারণে ওই সময় ফেরী পরিষেবা বন্ধ রেখে নতুন বড় জেটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।