Lok Sabha Election 2024: কেন্দ্রের বড় তোফা অর্জুন-অভিজিৎ সহ চার পদ্ম নেতাকে! বিজেপিতে নাম লেখাতেই…
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
Abhijit Ganguly And Arjun Singh Are Given Special Protection By Central Government:
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অর্জুন সিং, প্রথম জনের এক মাসও হয়নি, অন্য জনের সপ্তাহখানেক আগেই নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। দু’জনকেই প্রার্থী করেছে বিজেপি। অভিজিৎবাবু তমলুক থেকে পদ্ম প্রতীকে ভোটের ময়দানে, আর অর্জুন তাঁর খাসতালুক ব্যারকপুর থেকে ফের বিজেপি প্রার্থী। এই দুই হেভিওয়েট প্রার্থীকেই লোকসভা ভোটের মুখে বড় উপহার দিল কেন্দ্র। এছাড়াও বিজেপির এ রাজ্যের আরও দুই সাংগঠনিক নেতাকেও একই উপহারে শামিল করছে মোদী সরকার।