West Bengal Heat Wave: চৈত্রেই চাঁদিফাটা গরম! ৪২ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, কোন কোন জেলায় তাপপ্রবাহ?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
IMD Weather Update Today April 3
: চৈত্র সংক্রান্তির আগেই বাংলার শিরে সংক্রান্তি! বৈশাখের আগেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। সকাল থেকে প্রখর রৌদ্র, চাঁদিফাটা গরম এবং অস্বস্তিকর পরিবেশে কাবু হয়ে পড়েছে গোটা রাজ্য। একটু বৃষ্টির অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। কিন্তু তাঁদের হতাশা বাড়িয়ে হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়।