• Loksabha Elections 2024 : প্রথমে কংগ্রেস প্রার্থী, পরে মোদী সরকারের প্রবল সমালোচক, শেষে সেই বক্সারই এবার বিজেপিতে!  
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
  • বক্সিংয়ের মাধ্যমে রাজনীতির জগতে প্রবেশ করেছিলেন। এবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বক্সার বিজেন্দর সিং। বুধবারই তিনি বিজেপিতে যোগ দেন। বিজেন্দর সিং নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে দলের সদস্যপদ গ্রহণ করেন। বিজেন্দর সিং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেই নির্বাচনে তাকে পরাজয়ের মুখে পড়তে হয়। দক্ষিণ দিল্লি থেকে তাঁকে প্রার্থী করেছিল কংগ্রেস। ২০১৯ সালেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)