• Katchatheevu and Wadge Bank: কাচাথিভু দিয়ে একচেটিয়াভাবে ওয়েজ ব্যাংক পেয়েছিল ভারত, সেকথা গোপন করছে মোদী সরকার?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ এপ্রিল ২০২৪
  • Story of two India-Sri Lanka agreements:

    অর্ধশতাব্দী আগে ভারত-শ্রীলঙ্কা চুক্তির গল্প। আর, তাকে হাতিয়ার করে ভোটের মুখে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে রাজনৈতিক পারদ তুঙ্গে তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, কাচাথিভু দ্বীপকে শ্রীলঙ্কার হাতে তুলে দিয়ে কংগ্রেস আর ডিএমকে মিলে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কারণ, ওই দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়ায় ভারতের কোনও লাভ তো হয়ইনি। উলটে সামরিক ক্ষেত্র, মৎসচাষে ক্ষতি হয়েছে দেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ‘বোকার মত’ দ্বীপটি শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া হয়েছিল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)