বিমানবন্দরে মহিলা কর্মীর সঙ্গে ‘দুর্ব্যবহারের’ অভিযোগ। অভিযোগের পর মহিলার কাছে ক্ষমা চেয়েছেন আইপিএস অফিসার বিনোদ কুমার সিং। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তও হয়েছে। তবে ওই আইপিএস ক্ষমা চাওয়ার পর ওই মহিলা অভিযোগ প্রত্যাহার করে নেন। বিনোদ কুমার সিং ১৯৯৪ ব্যাচের আইপিএস। তাকে কিছুদিন আগে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ADG হিসাবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বে থাকাকালীন তাঁর বিরুদ্ধে গুয়াহাটি বিমানবন্দরে এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ আনেন।