• ‌সাত সকালে তীব্র কম্পন তাইওয়ানে, সুনামি সতর্কতা জারি
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব এশিয়ার তাইওয়ানের একাংশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.‌৪। প্রবল কম্পনের ফলে একাধিক বহুতল একদিকে হেলে পড়েছে বলে প্রসাশন সূত্রে জানা গেছে। চার জন মারা গেছেন। আহত অন্তত ৬০ জন। এদিকে জাপানের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্সেও জারি হয়েছে সুনামি সতর্কতা। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেই এবং তার পার্শ্ববর্তী এলাকা। কম্পনের উৎসস্থল তাইওয়ানের দক্ষিণে হুয়ালিয়েন সিটি থেকে ১৮ কিলোমিটার দূরে ভূগর্ভ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, ১৯৯৯ সালের পর এরকম কম্পন অনুভূত হল তাইওয়ানে।ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ভেঙে পড়েছে। ভূমিকম্পের ফলে জাপানের দক্ষিণের দ্বীপগুলিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উঁচুতে জল আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। জাপানের ওকিয়ানা দ্বীপ–সহ অন্যান্য দ্বীপের বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)