• গ্রেপ্তারের একমাত্র উদ্দেশ্য অপমান করা, আর কী বললেন কেজরিওয়াল'...
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তিহাড়ে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত মাসে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হয়ের পর, এখনও তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদে। ইডি হেফাজত শেষে এখন তিনি জেল হেফাজতে। আপ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তারির পর থেকে এখনও অবধি সাড়ে চার কেজি ওজন কমেছে কেজরির। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, কেজরি ভাল আছেন। জেলের চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাননি। বুধবার গ্রেপ্তারি নিয়ে সুর চড়িয়েছেন খোদ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, তাঁকে অপমান করা, হেয় করা, কাজ করতে না দেওয়ার জন্যই গ্রেপ্তারি। দিল্লি আদালতে নিজের জামিনের আবেদবনের সময় আপ সুপ্রিমো বলেন, গ্রেপ্তারির ভিত্তি হতে পারে এরকম কোনও তদন্ত, বিবৃতি ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কেজরিওয়ালের গ্রেপ্তারিতে সরব হয়েছে বিজেপি বিরোধী জোট "ইন্ডিয়া"। ১৫ এপ্রিল পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
  • Link to this news (আজকাল)