• ইন্টারভিউর জন্য লিঙ্ক খুলতেই খোয়া গেল আড়াই লক্ষ টাকা!
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বসেছিলেন চাকরির ইন্টারভিউর জন্য। লিঙ্ক খুলতেই খোয়া গেল বহু কষ্টে অর্জিত টাকা। তবে এই ধরণের সাইবার ক্রাইম দেশে প্রথম নয়। এর আগে একাধিকবার এই ঘটনা ঘটেছে। প্রযুক্তির উন্নতির সময়ে দিনে দিনে বাড়ছে নতুন নতুন ধরণের প্রতারণার মাধ্যম। এসবের মাঝেই সামনে এল চাকরির ইন্টারভিউতে বসে, টাকা খোয়ানোর বিষয়। নাভেদ আলম নামের ওই ব্যক্তি, ঘটনার বিস্তারির বর্ণনা দিয়েছেন সমাজমাধ্যমে। যাতে সাধারণ মানুষ এই ধরণের জালিয়াতির বিষয় থেকে সতর্ক হতে পারেন। যে চাকরির ইন্টারভিউতে এই প্রতারনার ঘটনা ঘটেছে, সেই চাকরি সম্পর্কে অপর এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দিয়েছেন তিনি। তিনি জানান, কথোপকথনের পর তাঁকে এইচআর রাউন্ডের জন্য একটি লিঙ্ক দেওয়া হয়। সেটি খুলতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া যায় বড় অঙ্কের টাকা। তিনি সকলকে এই ধরণের প্রতারণা থেকে সতর্ক করেছেন।
  • Link to this news (আজকাল)