• ‌ উদ্ধার হল আরও তিন মাওবাদীর দেহ, বিজাপুরে পুলিশি এনকাউন্টারে খতম ১৩ মাওবাদী...
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ছত্তিশগড়ের বিজাপুরে পুলিশি এনকাউউন্টারে খতম ১৩ মাওবাদী। মঙ্গলবারই শুরু হয়েছিল উভয়পক্ষের গুলির লড়াই। মঙ্গলবার রাতেই জানা গিয়েছিল, পুলিশের গুলিতে মারা গেছে ৮ মাওবাদী। বুধবার জানা গেল, আরও তিন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। তারা প্রত্যেকেই মহিলা। মঙ্গলবার সকাল থেকেই বিজাপুরের লেন্ড্রা গ্রাম সংলগ্ন জঙ্গল ঘিরে ফেলেছিল পুলিশ। যৌথ বাহিনীর মধ্যে ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা ব্যাটেলিয়ন। নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল মাও নেতা পাপা রাও ঘাঁটি গেড়েছে বিজাপুরের জঙ্গলে। মাওবাদীদের ডেরার সন্ধান মিলতেই শুরু হয় গুলির লড়াই। টানা আট ঘণ্টা গুলির লড়াই চলার পর মঙ্গলবার জানা যায়, ১০ মাওবাদী খতম হয়েছে। উদ্ধার হয় বিপুল অস্ত্রশস্ত্র। বুধবার সকালে আরও ৩ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। মৃতের তালিকায় পাপা রাও রয়েছে কিনা তা জানা যায়নি। প্রসঙ্গত, ১৯ এপ্রিল ভোট রয়েছে বিজাপুর জেলার বস্তার লোকসভা কেন্দ্রে। ভোটের সময় যাতে কোনও মাওবাদী হামলা না হয় তার জন্য লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। 
  • Link to this news (আজকাল)