• ‌ ভাল নেই কেজরি, গ্রেপ্তারির পর ওজন কমেছে সাড়ে চার কেজি
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ কেজরিকে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে এখনও অবধি সাড়ে চার কেজি ওজন কমেছে কেজরির। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, কেজরি ভাল আছেন। জেলের চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাননি। আপাতত ১৫ এপ্রিল অবধি তিহাড় জেলে থাকতে হবে কেজরিকে। আপ সূত্রে দাবি, জেলে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে। একবার মাত্রা ৫০–এর নিচেও নেমে যায় বলে দাবি। তার পর থেকে নিয়মিত তাঁর সুগারের মাত্রার পরিমাপ করা হচ্ছে। আপাতত বাড়ির খাবার খাচ্ছেন কেজরি। এমনটাই জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিহাড়ের ২ নম্বর সেলে রাখা হয়েছে তাঁকে। যার একদম কাছেই রয়েছে এক কুইক রেসপন্স টিম। যাতে কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ করা যায়। মঙ্গলবারই ভিডিও কনফারেন্সে স্ত্রী সুনীতার সঙ্গে কথা বলেছেন কেজরি। তাঁর আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন। 
  • Link to this news (আজকাল)