গোবিন্দ রায়: দলবদলের পরই রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। দাবি, তাঁর উপর অযথা নজরদারি চালাচ্ছে প্রশাসন। বাড়ির পাশে লাগানো হয়েছে মোট ৮২টি সিসি ক্যামেরা। কে বা কারা বাড়িতে ঢুকছেন, বেরচ্ছেন সেদিকে জোর নজরদারি চলছে। ওই ব্যক্তিদের বিরুদ্ধে বেছে বেছে পুলিশ মামলাও করছে।
বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসের দ্বারস্থ হন অর্জুন সিং। তাঁর আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় দাবি করেন, পুলিশ বেআইনিভাবে তাঁর মক্কেলের (অর্জুন সিং) উপর নজর রাখছে। সেই প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি চায়। বিচারপতি অনুমতি দেন। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
উল্লেখ্য, উনিশের লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে শিবির বদল করেছিলেন ভাটপাড়ার ‘বাহুবলী’ অর্জুন (Arjun Singh)। বিজেপির টিকিটে জিতেও আসেন। কিন্তু একুশের ভোটে তাঁর খাসতালুক নৈহাটি, বারাকপুর শিল্পাঞ্চলে কোনও ম্যাজিক দেখাতে পারেননি। উলটে বোমাবাজি, তোলাবাজি, গুন্ডামির মতো অভিযোগ আসছিল অর্জুনের বিরুদ্ধে। এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন অর্জুন সিং। কিন্তু শাসক দলের সঙ্গে তাঁর সুর মিলছিল না। বার বার তাল কাটছিল।
এর মধ্যে লোকসভা ভোটের আগে শাসকদলের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের দ্বন্দ্ব। সূত্রের খবর, দ্বন্দ্বের জেরেই লোকসভার টিকিট কাটা যায় অর্জুনের। তার পর থেকেই ফের পদ্মে আশ্রয় খুঁজছিলেন তিনি। উনিশের লোকসভা ভোটের আগের চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটল চব্বিশের ভোটের আগে। বছর দুয়েকের মধ্যে গত ১৫ মার্চ ফের বিজেপিতে অর্জুনের প্রত্যাবর্তন। বারাকপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। ভোটের (2024 Lok Sabha Election) মুখে বর্তমানে Z ক্যাটেগরির নিরাপত্তা পান অর্জুন। তারই মাঝে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিং। বারাকপুরের বিজেপি প্রার্থীকে পালটা জবাব তৃণমূলের। স্থানীয় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, ?প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে। রাস্তায় সিসি ক্যামেরা লাগালে সমস্যা কোথায়? প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কিনা? কোনও ভদ্রলোক আসলে সমস্যার কথা নয়। তার মানে ওঁর বাড়িতে কি শুধুই ক্রিমিনাল যাতায়াত করে??