• Imran Khan : 'জেলে স্ত্রীকে বিষ দেওয়া হয়েছে!' আদালতে বিস্ফোরক ইমরান খান
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ, বন্দিদশায় তাঁর স্ত্রী বুশরা বিবিকে বিষ খাইয়েছিল সেদেশের সরকার এবং সেনা। একাধিক মামলায় আপাতত জেলবন্দি রয়েছেন ইমরান খান। মঙ্গলবার তিনি অভিযোগ করেন তোষাখানা মামলায় বুশরাকে তাঁর ব্যক্তিগত বাসভবনে বন্দি করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিল। পরে বাসভবনটি একটি সাব জেলে পরিণত করার নির্দেশিকা জারি করে পাক সরকার। সেখানেই জেলবন্দি ছিলেন বুশরা।মঙ্গলবার আদিয়ালা জেলে একটি মামলার শুনানি চলাকালীন ইমরান অভিযোগ করেন। শুনানির সময় তিনি বলেন, বিষ প্রয়োগ করার ফলে তাঁর স্ত্রীর ত্বক এবং জিহ্বায় এখনও বিষের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তিনি গোটা ঘটনর জন্য সরাসরি পাক সেনা প্রধান জেনারেল অসিম মুনির এবং তাঁর বাহিনীকে দায়ী করেছেন।

    প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি তোষাখানা মমলায় পাকিস্তানের দুর্নীতি দমন পুনর্বিবেচনা সংক্রান্ত বিশেষ আদালত ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের জেলের সাজা ঘোষণা করে। সোমবার সেই সাজা কার্যকরের উপর স্থগিতাদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তাই নিয়েই মঙ্গলবার বিশেষ শুনানি ছিল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বিশেষ আদালতে।

    স্ত্রী বুশরার মেডিক্যাল রিপোর্টেও হেরফের করা হতে পারে আদালতে জানিয়েছেন ইমরান খান। এই অবস্থায় তাকে শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে পরীক্ষা করানো উচিত বলে দাবি করেছেন। ইমরানের কথা শোনারপর আদালত বুশরা বিবির ডাক্তারি পরীক্ষার জন্য লিখিত আবেদন জমা দিতে বলেছে। তারপর বিষয়টি বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে আদালত।

    ইমরান খানের দল পিটিআইয়ের নেতারাও গত বছর একই দাবি জানিয়েছিলেন। তাঁরা দবি করেন বুশরার জীবন হুমকির মধ্যে রয়েছে।

    পিটিআই মহিলা শাখার সভাপতি কানওয়াল শৌজাব বলেছিলেন যে বুশরাকে দেওয়া ক্ষতিকারক এবং নিম্নমানের খাবারের কারণে গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে বনি গালায় গৃহবন্দী বুশরার জীবন ও স্বাস্থ্যের মারাত্মক হুমকি রয়েছে।

    ইমরান খান ২০২২ সালের অপ্রিলে অনাস্থা প্র্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ক্রমাগত সমস্যার মুখোমুকি হচ্ছেন। তাঁর বিরুদ্ধে বহু মামলা বিচারাধীন রয়েছে। যার অনেকগুলোতে তাঁকে শাস্তিও দেওয়া হয়েছে। আপাতত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খান। তাঁর স্ত্রী বুশরা ববিকে গৃহবন্দী করা হয়েছে। স্ত্রীর জীবনহানি ঘটলে তার দায় পাকিস্তানের সেনা প্রধানের ওপরই বর্তাবে বলে আদালতে সাফ জানিয়েছেন ইমরান খান।
  • Link to this news (এই সময়)