• Vijender Singh Joins BJP : সবুজ ছেড়ে এবার গেরুয়া রিংয়ে, লোকসভার মুখে BJP-তে বক্সার বিজেন্দ্র সিং
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৪
  • লোকসভার আগে ফের বড় চমক BJP-র। দেশের প্রথম অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং যোগদান করলেন গেরুয়া শিবিরে। এর আগে ২০১৯ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি। ফলে লোকসভার আগে ফের ধাক্কা গেল হাত শিবির।২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেন্দ্র সিং। যদিও জিততে পারেননি। BJP সাংসদ রমেশ বিধুরীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

    জাট কমিউনিটির প্রতিনিধি বিজেন্দ্র সিং কেবলমাত্র হরিয়ানা নয়, গোটা ভারতেই অত্যন্ত জনপ্রিয়। পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থানেও রাজনৈতিক পরিসরে বিজেন্দ্র সিংয়ের প্রভাব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে লোকসভা ভোটে BJP-র টিকিটে তিনি প্রার্থী হলে, জয় ছিনিয়ে আনতে পারবেন বলেই মনে করছেন গেরুয়া সমর্থকরা।

    কেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে?প্রশ্নের উত্তরে এদিন বক্সার বিজেন্দ্র সিং বলেন, 'হ্যাঁ, আমি ২০১৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েছিলাম। আমি চাই দেখের উন্নয়নের জন্য কিছু করতে। তাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের ভালো করতে চাই আমি।' কুস্তিগীরদের আন্দোলন এবং ন্যায় বিচারের লড়াই সম্পর্কে কী মনোভাব তাঁর? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অলিম্পিকের পদকজয়ী এই বক্সার বলেন, 'আমি সর্বদা ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলে এসেছি। এখনও তাই করব। ভারতী জনতা পার্টিতে থাকলে আমি দেশের খেলোয়াড়দের আরও উন্নতি করতে পারব।'

    দেশের কুস্তিগীরদের একাংশ যখন বিজেপির ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনও তাঁদের পাশে দেখা গিয়েছিল বক্সার বিজেন্দ্র সিংকে। কংগ্রেসি রাজনীতিতে তরুণ মুখ হিসাবেও তাঁর পরিচিতি ছিল। সেই বিজেন্দ্র সিংয়ের আচমকা দলবদলে ভ্রু কুঁচকেছে রাজনৈতিক মহলের একাংশ। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও বক্সার বিজেন্দ্র সিংকে দেখা গিয়েছিল। এছাড়াও কংগ্রেসের সদস্য হিসাবে বহুবারই তিনি খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদীকে। কট্টর মোদী বিরোধী বিজেন্দ্র সিংকেই এদিন দেখা গেল BJP-র পতাকা হাতে তুলে নিতে।

    উল্লেখ্য, এই বিজেন্দ্র সিংই প্রথম অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার। ঐতিহাসিক জয়ের পর বিজেন্দ্র আর বেশ কিছু পুরস্কার পেয়েছেন। ভারতের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারেও ভূষিত করা হয় তাঁকে। ২০০৯ সালে ওয়ার্ল্ড অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। একই বছরে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন বার্ষিক মিডলওয়েট ক্যাটাগরিতে ২৮০০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন বিজেন্দ্র। ২০১০ সালে বিজেন্দ্র ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পান। দিল্লির কমনওয়েলথ বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও পাঁচজন ভারতীয় বক্সারের সঙ্গে তিনিও সোনা জেতেন। এবার রাজনৈতিক রিংয়ে তিনি কী খেল দেখার, সেটাই দেখার।
  • Link to this news (এই সময়)