• তিক্ততার স্মৃতি এখনও তাজা, ৫ ম্যাচের T20I সিরিজ খেলতে বাংলাদেশ যাচ্ছে হরমনরা
    হিন্দুস্তান টাইমস | ০৩ এপ্রিল ২০২৪
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের মহিলা দলের সিরিজ এখনও শেষ হয়নি, তবে এর মধ্যেই নতুন পরীক্ষার জন্য তৈরি হওয়ার খবর চলে এল। আসলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই ঘোষণা করা হল বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের আরও একটি সিরিজের সূচি। আগেই জানা গিয়েছিলো এপ্রিল মাসে নিগার সুলতানাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ যাবে ভারতের মহিলা ক্রিকেট দল। এবার চূড়ান্ত হয়ে গেল সেই দ্বি-পাক্ষিক সিরিজের সূচিও। হরমনপ্রীত কউরদের সঙ্গে সিলেটে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।

    মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপটা এবার বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে শুরু হবে আইসিসি-র এই টুর্নামেন্ট। এই মুহূর্তে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল আছে বাংলাদেশে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর দুই দল এখন খেলছে টি–টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে আগামীকাল। অস্ট্রেলিয়া বিদায় নেওয়ার পর এ মাসেই বাংলাদেশে যাবে ভারতের মহিলা ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানার বাংলাদেশ। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে বুধবার। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।

    এ মাসেই ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মহিলা দল। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল একই সময়ে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাতটা থেকে। এই দুটি ম্যাচ রাতের আলোয় অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটি ম্যাচ হবে দিন-রাতের। প্রায় এক যুগ পর সিলেটে ফ্লাডলাইটের আলোয় খেলবে মেয়েরা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে।

    আগামী ২৩ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে যাবে ভারতের মহিলা দল। প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ এপ্রিল, পরের ম্যাচ ৩০ এপ্রিল। দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তৃতীয় ও চতুর্থ ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। এ ম্যাচগুলো হবে দুপুর ২.৩০ মিনিট থেকে। পরে ৯ মে শেষ টি-টোয়েন্টি হবে মূল মাঠে। এই ম্যাচটি সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা।

    জুলাইয়ে এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়, এরপর বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতি হিসেবেই আইসিসির এফটিপির বাইরে গিয়ে এই সিরিজটি আয়োজন করা হচ্ছে। অক্টোবরে হবে ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছরের শেষদিকে বাংলাদেশে গিয়েছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতলেও শেষটিতে হেরেছিল হরমনপ্রীতরা। ওয়ানডেতে অনেক নাটকীয়তা, বিতর্কের সিরিজটি ড্র করেছিল দুই দল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)