Powerful Countries 2024 : বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? কত নম্বরে ভারত?
এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
বিশ্বের শক্তিশালী এবং দুর্বল দেশ নিয়ে আকছার কথা হয়। সাধারণত সামরিক শক্তির পরিপ্রেক্ষিতে দেশগুলির শক্তি দেখা হয়। তবে বিশ্বের পরিমণ্ডলে ক্ষমতার মাত্রা বহুমাত্রিক। এর ফলে একটি দেশের সামরিক শক্তির পাশাপাশি একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আন্তর্জাতিক জোটগুলিতেও এর প্রভাব দেখা যায়য সম্প্রতি প্রকাশ পেয়েছে ২০২৪ সালের বিশ্বের ক্ষমতাধর দেশগুলির তালিকা। মূলত পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে তালিকায় কোন দেশ কত নম্বরে থাকবে তা নির্ধারণ করা হয়েছে। এই পাঁচটি বিষয় হল, একজন নেতা, অর্থনৈতিক প্রভা, রাজনৈতিক প্রভাব, শক্তিশালী আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তি।
আমেরিকা- ২৭.৯৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। যেখানে আমেরিকার জনসংখ্যা ৩৩৯.৯ মিলিয়ন।
চিন- তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চিন। দেশটির জনসংখ্যা ১.৪২ বিলিয়ন। যেখানে দেশটির অর্থনীতি ১৮.৫৬ ট্রিলিয়ন ডলার।
রাশিয়া- তালিকায় তৃতীয় স্থানে আছে রাশিয়া। ১৪৪ মিলিয়ন জনসংখ্যা নিয়ে দেশটির অর্থনীতি এখন ১.৯০ ট্রিলিয়ন ডলার।
জার্মানি- ৪.৭০ ট্রিলিয়ন ডলার অর্থনীতি এবং ৮৩.২ মিলিয়ন জনসংখ্যা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জার্মানি।
গ্রেট ব্রিটেন- জার্মানির থেকেও পিছিয়ে রয়েছে গ্রেট ব্রিটেন। ৩.৫৯ ট্রিলিয়ন ডলার অর্থনীতি এবং ৬৭.৭ মিলিয়ন জনসংখ্যা নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন।
দক্ষিণ কোরিয়া- ব্রিটেনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দক্ষিণ কোরিয়া। তালিকার ছয় নম্বরে থাকা এই দেশটির জনসংখ্যা ৫১.৭ মিলিয়ন এবং অর্থনীতি ১.৭৮ ট্রিলিয়ন ডলার।
ফ্রান্স- তালিকার সপ্তমে রয়েছে ফ্রান্স। ৩.১৮ ট্রিলিয়ন ডলার অর্থনীতি এবং ৬৪.৭ মিলিয়ন জনসংখ্যা রয়েছে দেশটির।
জাপান- অষ্টম স্থানে রয়েছে জাপান। এক সময়ে দ্বিতীয় স্থানে ছিল এই দেশটি। জাপানের বর্তমান অর্থনীতি ৪.২৯ ট্রিলিয়ন এবং জনসংখ্যা ১২৩.২ মিলিয়ন।
সংযুক্ত আরব আমিরশাহী- সকলকে চমকে দিয়ে তলিকার প্রথম দশে নিজের জায়গা করে নিয়েছে এই দেশটি। অর্থনীতি ৫৩৬.৮৩ বিলিয়ন এবং ৯.৫১ মিলিয়ন জনসংখ্যা নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে এই দেশটি।
ভারত- সেরা দশে জয়গা করতে না পারলেও তালিকার ১২ নম্বরে জায়গা করেছে ভারত। ইজরায়েলের পরই জায়গা হয়েছে ভারতের। ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি সেখানে দেশের অর্থনীতি ৩.৩৯ ট্রিলিয়ন ডলার। উল্লেখ্য একটি দেশের জনসংখ্যা, কর্মক্ষম সমাজ,শিক্ষা এবং জনসংখ্যার দক্ষতা একটি দেশের শক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।