• খুলল তেলের ট্যাঙ্কারের কাপলিং, খড়গপুর-মেদিনীপুর শাখায় ভোগান্তি
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • খড়গপুর - মেদিনীপুর রেল শাখার গিরি ময়দান - গোকুলপুর স্টেশনের মাঝে তেল বোঝাই ট্যাঙ্কারের কাপলিং খুলে বিপত্তি। কাপলিং খুলে গিয়ে ইঞ্জিনসহ তেল বোঝায় তিনটি ট্যাঙ্কার প্রায় ৫০০ মিটার এগিয়ে দাঁড়িয়ে যায়। ঘটনাটি ঘটেছে ওই শাখা আপ লাইনে। ঘটনার জেরে মেদিনীপুর খড়গপুর রেল শাখায় লোকাল ট্রেন চলাচল ব্যাহত হলেও দূরপাল্লার ট্রেনগুলিকে ডাউন লাইন দিয়ে পাস করানো হয়।এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান খড়গপুর ডিভিশনের মেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা। জানা গিয়েছে তেল বোঝাই ওই ট্রেনটি হলদিয়া থেকে উত্তরপ্রদেশের মথুরায় দিয়ে যাচ্ছিল। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান হচ্ছে বলেও জানাচ্ছেন রেলের কর্তারা।

    এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই জায়গায় ভিড় জমান এলাকার বাসিন্দারা। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অনেকেই বলছেন, অত্যন্ত ব্যস্ত ওই লাইন। সেক্ষেত্রে এদিন বরাত জোরে ঠেকান গিয়েছে বড়সড় দুর্ঘটনা। তবে ঠিক কী কারণে এই কাপলিং খুলল, সেই বিষয়টি তদন্ত করে দেখছেন রেলের আধিকারিকরা।

    এর আগে গত বছৎ ডিসেম্বর মাসে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় আপ বম্বে মেল। সেই ঘটনায় বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে যায় কাপলিং। ফলে মেরামতির জন্য ট্রেনটিকে ফিরিয়ে আনা হয় উলুবেড়িয়া স্টেশনে। সেই সময় জানা গিয়েছিল, উলুবেড়িয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ ২টি বগি। বিপত্তির জেরে হাওড়া-খড়গপুর আপ লাইনে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। শুরু হয় মেরামতের প্রক্রিয়া। তবে হতাহতেরকোনও খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ।

    সেই ঘটনার আগে জুন মাসে, উত্তর দিনাজপুরের ডালখোলা রেল স্টেশনের ৩৪৩ নম্বর গেটের কাছে গৌহাটি থেকে জম্মু তাওয়াইগামী ডাউন ১৫৬৫২ লোহিত এক্সপ্রেসের ইঞ্জিন থেকে আচমকাই আলাদা হয়ে যায় মোট দশটি বগি। কিছুটা দূর যাওয়ার পর ভ্যাকুয়াম পাইপ খুলে যাওয়ায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। রেলের প্রাথমিক তদন্তে উঠে আসে ট্রেনের কাপলিং খুলে যাওয়াক কারণেই ঘটে ওই বিপত্তি। সেই ঘটনাতেও যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক। আর এদিন ফের একবার খুলে গেলে কাপলিং। বারংবার এই ধরনের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন।
  • Link to this news (এই সময়)