• Burdwan: অজয়ের গর্ভ থেকে উদ্ধার চোখজুড়ানো শিল্পকর্ম! ভক্তিরসে মজে গ্রামবাসীরা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ এপ্রিল ২০২৪
  • Vishnu Idol Recovered From Ajay Char In Mangalkot:

    সেন যুগের কাহিনী এখন শুধুমাত্র ইতিহাসের পাতাতেই জানান দেয়। তবে আজয় নদ যেন আজও সে যুগের আধ্যাত্মিক ইতিহাসকে আঁকড়েই বয়ে চলেছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দারা মাঝে মধ্যেই অজয় নদ থেকে সেন যুগের আরাধ্য দেব দেবীর মূর্তির সন্ধান পাচ্ছেন। এবার অজয় নদে মাছ ধরতে গিয়ে মঙ্গলকোটের আঁতকুল গ্রামের বাসিন্দারা পেলেন সেন যুগের বিষ্ণু মূর্তি! তিন ফুট উচ্চতার কালো পাথরের দণ্ডায়মান বিষ্ণু মূর্তিটিকে গ্রামের শিব মন্দিরে রেখে তার পুজোপাঠ করছেন বাসিন্দারা। বিষ্ণুদেবের পুজো অর্চনা ঘিরেই এখন মাতোয়ারা আঁতকুল গ্রাম। মূর্তি একবার সচক্ষো দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)