Abhishek Banerjee On Anubrata Mondal Arrest Ahead Of Lok Sabha Election 2024:
দলনেত্রী বারংবার পাশে দাঁড়িয়েছেন তাঁর অন্যতম প্রিয় কেষ্টর। গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। অতিক্রান্ত দেড় বছরের বেশি। তা সত্ত্বেও বীরভূমের তৃণমূলের সভাপতির আসনে জ্বলজ্বল করছে তিহাড় জেলের বাসিন্দা অনুব্রতর নাম। এবার নেত্রীর পথের পথিক তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার তাড়াপীঠে দাঁড়িয়ে কেষ্টর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানতে চাইলেন, যে দুই বিজেপি শাসিত রাজ্য থেকে গরু পাচার হচ্ছে, কেন সেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমন পাঠালো না কেন্দ্রীয় সংস্থা?