প্রাকৃতিক দুর্যোগের পর তদারকির জন্য জলপাইগুড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে চালসায় চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জনসংযোগের কাজ সারেন তৃণমূল সুপ্রিমো। কথা বলের চালসার চা শ্রমিকদের সঙ্গে। সেখানেই চা শ্রমিকদের উদ্দেশে বড় আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।