Hardik Pandya-Mumbai Indians: রোহিত-সূর্যকুমাররাই একঘরে করেছেন হার্দিককে! মুম্বইয়ের ড্রেসিংরুম নিয়ে বিশাল বোমা এবার হরভজনের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ এপ্রিল ২০২৪
Mumbai Indians in 2014 IPL:
সোমবারের ছবিটা এখনও ভুলতে পারছে না ক্রিকেট দুনিয়া। ঘরের মাঠ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স ধরাশায়ী হয়েছে রাজস্থান রয়্যালস (আরআর)-এর কাছে। আর, তারপর গোটা মুম্বই টিম হেঁটে চলে গেল ড্রেসিংরুমে। ব্যতিক্রম অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি গিয়ে বসলেন ডাগ আউটে। সেই ছবি নেটদুনিয়ায় ছড়াতে বেশি সময় লাগেনি। ক্রিকেটবিশ্ব এই ছবি দেখে স্পষ্ট বুঝে যায়, নিজের দলেই একা হয়ে পড়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এককথায় একঘরে।