• Viksit Bharat: শুধু জিডিপি বাড়লেই ভারত বিকশিত, নাকি জনগণের গড় আয় বৃদ্ধিই বিকাশের মাপকাঠি?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ এপ্রিল ২০২৪
  • India should target per capita:

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিকশিত ভারত (ভিক্সিত ভারত)-এর স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু, আর্থিক ক্ষেত্রে বিকাশের লক্ষ্য কী হবে, সেটা অত্যন্ত জরুরি প্রশ্ন। বর্তমানে কেন্দ্রীয় সরকার জিডিপিকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছে। কিন্তু, জিডিপি বা জাতীয় মোট উৎপাদন বাড়লেই কি দেশের অগ্রগতি ঘটে গিয়েছে বলে আদৌ ধরা যায়? আর্থিক বিশেষজ্ঞদের একাংশের স্পষ্ট মত, মাথাপিছু আয় বা দেশের মাথাপিছু গড় আয় না বাড়লে, কিছুতেই কোনও দেশকে বিকশিত দেশ বলা সম্ভব নয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)