KKR: নারিন-রঘুবংশী ঝড়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান কেকেআরের...
আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদকে টপকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড করার সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। কিন্তু শেষ ওভারে জোড়া উইকেট হারানোয় দ্বিতীয় স্থানে আটকে গেল নাইটরা। বুধবার নারিন-রঘুবংশী ঝড়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান কেকেআরের। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান নাইটদের। জয়ের জন্য ২৭৩ রান প্রয়োজন দিল্লি ক্যাপিটালসের। যা কার্যত সম্ভব নয়। অর্থাৎ জয়ের হ্যাটট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে কেকেআর। মনে হয়েছিল এদিন হায়দরাবাদের ২৭৭ রান পেরিয়ে যাবে নাইটরা। ১৯তম ওভার পর্যন্ত পরিস্থিতি তেমনই ছিল। কিন্তু শেষ ওভারে ইশান্ত শর্মা রাসেল এবং রমনদীপকে ফিরিয়ে দেওয়ায় রেকর্ড হাতছাড়া হয় কেকেআরের। তবে আইপিএলের ইতিহাসে নাইটদের সেরা ব্যাটিং পারফরম্যান্স। বুধ সন্ধেয় বিশাখাপত্তনামে নারিন ঝড়। সঙ্গে দোসর অঙ্গকৃষ রঘুবংশী। এই দুইয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড়ে কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেটের বিনিময়ে নাইটদের রান ২৭২। জোড়া জয়ে মনোবল তুঙ্গে ছিল শাহরুখ খানের দলের। এদিন জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামেন শ্রেয়সরা। টসে জিতে ব্যাটিং নেন কেকেআরের নেতা। বাকিটা নারিন শো। আগেরদিন নিজের ৫০০তম টি-২০ তে মাত্র ৩ রানের জন্য অর্ধশতরান পাননি। এদিন সেটা সুদে আসরে পুশিয়ে দেন। ৭টি ছয় এবং ৭টি চারের সাহায্যে ৩৯ বলে ৮৫ রান করে আউট হন। আগের দিনের মতো শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন নারিন। মাত্র ২১ বলে অর্ধশতরানে পৌঁছে যান। এদিন রান পাননি নাইটদের আরেক ওপেনার ফিল সল্ট। ১২ বলে ১৮ করে আউট হন। ৬০ রানে প্রথম উইকেট হারায় কেকেআর। তার সিংহভাগ রান ছিল নারিনের। আগেরদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেও ব্যাট করার সুযোগ হয়নি। এদিন ওয়ান ডাউনে নেমেই সফল রঘুবংশী। নাইটদের অলরাউন্ডারকে যোগ্য সঙ্গত দেন। অভিষেকেই অর্ধশতরান। ২৭ বলে ৫৪ রান করে আউট হন। ইনিংসে ছিল ৩টি ছয়, ৫টি চার। জোড়া ছক্কা মেরে শুরু করলেও ১১ বলে ১৮ করে ফেরেন শ্রেয়স। তবে অন্য প্রান্তে স্বমহিমায় ছিলেন আন্দ্রে রাসেল। ৩টি ছয়, ৪টি চারের সাহায্যে ১৯ বলে ৪১ করেন ড্রে রাস। তবে শেষদিকে রিঙ্কুর ক্যামিও খুবই গুরুত্বপূর্ণ। নেমেই ঝড় তোলেন। ৮ বলে ২৬ রান করেন। তাতে ছিল ৩টি ছয়, ১টি চার। ৩ উইকেট নেন নোখিয়া।