• অরুণাচলের বদলা হোক তিব্বতের নামকরণে: হিমন্ত বিশ্বশর্মা
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-চিন নাম বিতর্কে নয়া সংযোজন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অরুণাচলের ৩০ টি জায়গার নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে চিন। এবার হিমন্ত বিশ্বশর্মার দাবি, ভারত সরকার তিব্বতের ৬০ টি ভৌগলিক অবস্থানের নামকরণ করুক। এটাই হবে অরুণাচল নিয়ে চিনের নামকরণের উপযুক্ত জবাব। এবিষয়ে তাঁকে আরও প্রশ্ন করা হলে তিনি বলেন, এবিষয়ে বিশেষ কিছু মন্তব্য করব না কারণ এটি ভারত সরকারের বিষয়। তবে আমার মনে হয় তিরিশের বদলা ৬০ হতেই পারে। ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই চিনের এই নামকরণের তীব্র বিরোধীতা করা হয়েছে। ভারত জানিয়ে দিয়েছে, অরুণাচল ভারতের ছিল, আছে, থাকবে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যদি অন্য কারও বাড়িতে নিজের নাম বসানো হয় তবে সেটি কখনই তাঁর হয়ে যায় না। অরুণাচল নিয়ে চিন যা করেছে তা অর্থহীন।    
  • Link to this news (আজকাল)