• একাধিক সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল বিএসএফ, ‌গ্রেপ্তার দুই পাচারকারী ...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতায় আনুমানিক এক কোটি ৩৫ লক্ষ টাকার সোনা ডেলিভারি করতে গিয়ে বিএসএফের হাতে গ্রেপ্তার দুই মহিলা পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ময়ূরহাট হল্ট স্টেশনে দুই মহিলা পাচারকারীকে আটক করে বিএসএফ। তল্লাশিতে উদ্ধার হয় ১৩টি সোনার বিস্কুট এবং একটি সোনার ইট। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত হওয়া সোনার ওজন প্রায় ১.৯২৯ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। বিএসএফ জানিয়েছে শিয়ালদহগামী গেদে লোকালে চেপে দুই মহিলা পাচারকারীর কলকাতায় আসার পরিকল্পনা ছিল। কিন্তু বিএসএফের তৎপরতায় সোনা পাচারের ছক বানচাল হয়ে যায়। মঙ্গলবার দুই পাচারকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। দুই পাচারকারীর নাম পদ্মা মণ্ডল ও মিঠু মণ্ডল। দু’‌জনেই নদিয়া জেলার বাসিন্দা। 
  • Link to this news (আজকাল)