বাড়ির একটি সোফায় চুপচাপ বসেছিল বাড়ির আদরের পোষ্যটি। আচমকা ছুটে বাড়ির ভেতর গিয়ে মালিককে সতর্ক করতে থাকে পোষ্যটি। তার সতর্কবানী বুঝতে পেরে ছুটে আসেন বাড়ির মালিক এবং আশ্রয় নেন টেবিলের নীচে। মুহুর্তে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা বাড়ি। অত্যন্ত দক্ষতার সঙ্গে ভূমিকম্পের চোটে পড়ে যাওয়া বই এড়িয়ে ফের সোফায় গিয়ে মুহুর্তে ভাইরাল ভিডিয়ো।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ছবি বলাই বাহুল্য তাইওয়ানের ভয়ঙ্কর ভূমিকম্পের। বুধবার সকালে এই শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ঘটনায় প্রাণ হারান ন’জন। আহত হয়েছেন সাড়ে সাতশোরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্থ একাধিক বিল্ডিং। বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। ভূমিকম্পের জের কাটার আগেই সুনামির সতর্কতা জারি করে প্রশাসন।নিজের ইন্দ্রিয়ের তৎপরতার জন্য বরাবরই জনপ্রিয় কুকুর। আর তারই জলজ্যান্ত রূপ দেখল গোটা বিশ্ব। এই ভিডিয়োটি তারই প্রমাণ। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় কমেন্ট করেন অনেক মানুষ। কেউ বলেছেন, এই পোষ্য একজন পশমের সত্যিকারের দেবদূত। কেউ আবার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে লিখেছেন, আমি এমন ঘটনার অভিজ্ঞতা পেয়েছি এবং ভূমিকম্পের কয়েক মিনিট আগে আমার কুকুর আমাকে জাগিয়েছিল। একজন ব্যক্তি দাবি করেছেন যে, কুকুর সহ অন্যান্য প্রাণী বায়ুমণ্ডলীয় চাপ বা ব্যারোমেট্রিক চাপ ইলেক্টোম্যাগনেটিক ক্ষেত্রের পরিবর্তন অনুভব করতে পারে।
তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, সকাল আটটার আগে ভূমিকম্পে নয়জনের মৃত্যু হয়। স্থানীয় একটি সংবাদ পত্র জানিয়েছে, হুয়ালিয়েনে অবস্থিত তারোকো ন্যাশনাল পার্কে শিলা ধসে তিনজন হাইকারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ভূমিকম্পের কারণে ফোনের নেটওয়ার্কগুলি ভেঙ্গে যাওয়ায় জাতীয় উদ্যানে মিনিবাসে থাকা ৫০ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কয়লা খনিতে আকটে পড়া ছয় জনকে উদ্ধারের কাজ চলছে। ভূমিকম্প এবং আফটার শকের কারণে২৪ টি ভূমিধ্বস এবং ৩৫ টি রাস্তা, সেতু এবং টানেলের ক্ষতি হয়েছে। তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। তাইওয়ানের পূর্ব উপকূলে হুয়ালিয়েন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে আঘাত হানে এবং একাধিক আফটারশকের পর প্রায় ৩৫ কিলোমিটার গভীর ছিল।
সাংহাই এবং চিনের দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। চিন এবং তাইওযান প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত।