Rajnath Sing : ‘দেশ কি জনতা মোয়ে মোয়ে কর দেগি’, বিরোধীদের কটাক্ষ রাজনাথ সিংয়ের
এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
বেশ কয়েকটি বিরোধী দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এবং বিজেপিকে পরাজিত করতে একত্রিত হয়েছিল। তবে সবাই দেখতে পাচ্ছে যে এটি কিছু স্বার্থান্বেষী বিরোধী নেতাদের সুবিধার্থে তৈরি করা একটি জোট। তবে তারা এনডিএর মুখোমুখি হতে পারে না। এরা ঐক্যবদ্ধ। তারপরই তাঁর গলায় শোনা গেল বিখ্যাত গানের কলি। বললেন, ‘ইশ দেশ কি জনতা ইসকা ভি মোয়ে মোয়ে কার দেগি’।ময়ে মোয়ে কী?সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি সার্বিয়ান গান থেকে নেওয়া হয়। টিকটকে ব্যাপক ট্র্যাকশন লাভ করে যা পরবর্তীকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সার্বিয়ান গায়ক-গীতিকার টেয়া ডোরার ‘দজানুম’ নামে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় গানটি। গানের কথা যন্ত্রণা, হতাশা এবং দুঃস্বপ্নের ইঙ্গিত দেয়। যদিও নেটিজেনরা তাদের হাস্যকর ইনস্টাগ্রাম রিল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিম হিসেবে গানটি সেট করে।
অন্যদিকে, যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনে আটকে পড়া ও বিপর্যস্ত আদিবাসীদের সাহসী উদ্ধারের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাসিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলার পর ২২,৫০০ আটকে পড়া ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, আজকের ভআরত একটি শক্তিশালী দেশ। বিশ্ব আগে আমাদেরকে গুরুত্বের সঙ্গে নেয়নি। তবে মোদী আমাদারে দেশ আজ যেখানে আছে সেখানে নিজের অলৌকিক শক্তির মাধ্যমে তুলে ধরেছেন। আজ বৈশ্বিক ফোরামে ভারত কথা বললে সারা বিশ্ব সেটা শোনে। কেন্দ্রীয় মন্ত্রী গাজিয়াবাদের বর্তমান বিজেপি সাংসদ জেনারেল ভি কে সিং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নিজেকে প্রত্যাহার করার পরে বিজেপি গাজিয়াবাদ কেন্দ্র থেকে অতুল গর্গকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। গর্গ বরর্তমানে গাজিয়াাদ থেরে রাজ্য বিধানসভার সদস্য।
আসন্ন লোকসভা নির্বাচনের দ্বিীয় দফায় ২৬ এপ্রিল গাজিয়াবাদে ভোট হবে। ৪ জুন ভোট গণনা। লনি, মুরদনগর, সাহিবাদ, গাজিয়াবাদ এবং ধৌলানা সহ পাঁচটি বিধানসভা এলাকাজুড়ে বিস্তৃত গাজিয়াবাদ লোকসভা কেন্দ্রে ২৯ লাখেরও বেশি ভোটার রয়েছে। উত্তর প্রদেশের ৮০ টি লোকসভা কেন্দ্রের মধ্যে আটটি সাহারানপুর, কাইরানা, মুজাফফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর এবং পিলিভীতে ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হবে।
রাজনাথ জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে ১৬ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রফতানি করেছিল ভারত। ২০২৩-২৪ অর্থবর্ষে সেই অঙ্ক ৩২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।