DC vs KKR, IPL 2024 Highlights: নারিন-রঘুর ব্যাটে ‘ঘুঘু’ দেখল সৌরভের দিল্লি! শেষবেলায় হারা ম্যাচেও পন্থ শো, জয়ের হ্যাটট্রিক নাইটদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ এপ্রিল ২০২৪
Delhi Capitals vs Kolkata Knight Riders IPL 16th Match Highlights:
নারিন, রিঙ্কু, রাসেলেই রক্ষা নেই। এবার দোসর হয়ে আবির্ভাব ঘটেছে ১৮ বছরের রঘুবংশীর। কেকেআরের ব্যাটিং সেরা ছন্দে থাকলে কী হয়, তা ভালোভাবেই টের পেল দিল্লি ক্যাপিটালস। নাইটদের ব্যাটের তেজে গুঁড়িয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়-ঋষভ পন্থের ফ্র্যাঞ্চাইজি। নাইটদের ২৭২ রানের জবাবে দিল্লি পুরো ২০ ওভার-ও খেলতে পারল না। ১৬ বল বাকি থাকতেই অলআউট সিএসকেকে গত সপ্তাহেই হারিয়ে খেলতে নামা দিল্লি ক্যাপিটালস।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)