Glenn Maxwell-Manoj Tiwary: আসি যাই কোটি টাকা মাইনে পাই! ম্যাক্সওয়েলকে ঝেড়েমুছে একাকার করলেন এবার বাংলার মনোজ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ এপ্রিল ২০২৪
Glenn Maxwell Flop Show, RCB vs LSG IPL 2024:
‘আসি যাই, কোটি টাকা মাইনে পাই!’- লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হারের পর এই ভাষাতেই গ্লেন ম্যাক্সওয়েলকে কটাক্ষ করলেন বাংলার মনোজ তিওয়ারি। অলরাউন্ডার ম্যাক্সওয়েল মঙ্গলবারও এলএসজির বিরুদ্ধে ভালো খেলতে পারেননি। তারপরই আরসিবির এই অন্যতম ভরসাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি কটাক্ষে ভরিয়ে দিয়েছেন।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)