• নয়া মেট্রোর জেরে ৩০% যাত্রী কম, প্রতিযোগিতায় টিকতে বাসের গতি বাড়ানোর ভাবনা মালিকদের
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • গত ১৫ মার্চ হাওড়া ময়দান - এসপ্ল্যানেড লাইনের মেট্রোতে শুরু হয়েছে যাত্রী পরিষেবা। এই মেট্রো পরিষেবায় সাধারণ মানুষের অনেকটা সুবিধা হলেও বাস মালিক সংগঠন, বাসচালক থেকে শুরু করে অটোচালক, প্রত্যেকের ব্যবসাতেই মন্দা দেখা দিচ্ছে বলে অভিযোগ। বাইরে যখন ৩৬ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, সেই সময় মাত্র ১০ টাকায় আর ১০ মিনিটে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় যাত্রীরা পৌঁছে যাচ্ছেন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। রয়েছে ১৫ মিনিট ছাড়া ছাড়া মেট্রো। এই পরিস্থিতিতে বাস এবং অটোকে এড়িয়েই চলছেন যাত্রীরা। অফিস টাইমে যাত্রীদের দেখাই নেই বাসে এবং অটোতে। সেক্ষেত্রে জনা পাঁচ - দশ যাত্রীকে নিয়ে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন বাস চালকরা। ফলে ব্যবসার লোকসান হচ্ছে বলেই অভিযোগ বাস মালিক ও অটো মালিকদের। এই পরিস্থিতিতে বাসের গতি বৃদ্ধির ভাবনা মালিকদের। একনজরে দেখে নেওয়া যাক ভাড়া ও সময়ের বিস্তারিত বিবরণ।মেট্রোর ভাড়াএসপ্ল্যানেড থেকে মহাকরণ - ৫ টাকা

    এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন - ১০ টাকা

    এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান - ১০ টাকা।

    হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান - ৫ টাকা

    মিনিবাসের ভাড়া ও সময়ধর্মতলা থেকে হাওড়া স্টেশন - ১০ থেকে ১২ টাকা

    হাওড়া ঢুকতে সময় লাগে : কম বেশি ৩০ মিনিট (রাস্তায় যানজটের ওপরে নির্ভর করে)

    ধর্মতলা থেকে হাওড়া ময়দান - ১২ থেকে ১৫ টাকা

    সময় লাগে কমবেশি ১ ঘণ্টা (এক্ষেত্রেও রাস্তায় যানজটের ওপরেই সময় নির্ভর করে)

    অন্যান্য বাসের ক্ষেত্রেধর্মতলা থেকে হাওড়া স্টেশন - ১০ টাকা

    হাওড়া পৌঁছতে সময় লাগে : কম বেশি ৩০ মিনিট (যদিও বিষয়টি রাস্তায় যানজটের ওপরে নির্ভর করে)

    ধর্মতলা থেকে হাওড়া ময়দান - 15 টাকা

    সময় লাগে মোটামুটি ১ ঘণ্টা (এক্ষেত্রেও বিষয়টি রাস্তায় যানজটের ওপরেই সময় নির্ভর করে)

    অটোর ক্ষেত্রেহাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান - ১০ টাকা

    এই বিষয়ে বিষয়ে সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, 'যাত্রী তো কমছেই, তবে এর বিকল্প হিসেবে আমরা যদি গতি বাড়াতে পারি, তাহলে আবার যাত্রীরা আমাদের কাছে ফিরে আসবেন। গতি বাড়াতে গেলে রাস্তার যে পরিসর ও ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা হলে, যাত্রীরা আবার বাসেই ফিরে আসবেন। অনেকগুলো রুটো প্রায় ৩০ শতাংশ যাত্রী কমেছে, যেটা খুবই বড় বিষয়। গতি বাড়ানোর জন্য আমরা আবেদন করেছি, ট্রাফিক ব্যবস্থা আরও সুন্দর করতে হবে ও রাস্তা আরও পরিষ্কার করতে হবে। টোটো বা রিকশ, এই সমস্ত যানবাহন রাস্তার মাঝখান দিয়ে যায়, সেই বিষয়টিকে যদি প্রশাসন পরিষ্কার করে দেয়, তাহলে গতি বাড়ালে যাত্রীরা আবারও ফিরে আসবেন, এই আশা রাখি।'
  • Link to this news (এই সময়)