Chirag Paswan: ভোটের মুখে NDA-তে বড় ধাক্কা, শক্তিশালী INDIA! চিরাগের দল থেকে ইস্তফা ২২ নেতার
এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। তবে ভোটের মুখে বড় ধাক্কা NDA-তে। চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টির ২২ জন নেতা দল থেকে ইস্তফা দিলেন। পাশাপাশি তাঁরা জানালেন এবার লোকসভা নির্বাচনে তাঁরা সমর্থন করবেন বিরোধী জোট INDIA-কে। ভোটের মুখে আচমকাই এতজন নেতার শিবির বদল বিজেপির ভোট ব্যাঙ্কের প্রভাব ফেলবে অনুমান রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বিহারে থেকে প্রচুর আসন পেতে NDA চিরাগকে ধরে রাখার পথে হেঁটেছিল। কিন্তু সেই চেষ্টা বিফলেই গেল।বুধবার LJP-এর ২২ জন নেতা জানান, তাঁরা লোকসভা নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে সন্তষ্ট নন। টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ দল থেকে ইস্তফা দেন তাঁরা। বিক্ষুব্ধদের মধ্য়ে রয়েছেন, প্রাক্তন মন্ত্রী রেণু কুশওয়াহা, প্রাক্তন বিধায়ক তথা এলজেপির জাতীয় সাধারণ সম্পাদক সতীশ কুমার, রাজ্য মন্ত্রী রবীন্দ্র সিং, অজয় কুশওয়াহা, সঞ্জয় সিং, রাজেশ দাঙ্গি সহ আরও অনেকে। তাঁরা প্রত্যেকেই লোকসভা নির্বাচনে NDA-এর বদলে INDIA-কে সমর্থন করবেন বলে জানিয়েছেন।
চিরাগ পাসওয়ানের দল থেকে ইস্তফা দেওয়ার পর রেণু কুশওয়াহা বলেন, 'দলীয় কর্মীদেরই টিকিট দেওয়া উটিত দলীয় কর্মীদের। বাইরের কাউকে টিকিট দেওয়া উচিত নয়। তবে এবার বাইরের লোকজনকেই টিকিট দেওয়া হয়েছে। আর এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে আপনাদের দলে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। আমরা কি শুধুমাত্র আপনার দলে শ্রমিক ছিলাম, যারা শুধু আপনাকে নেতা বানানোর জন্য পরিশ্রম করেছিলাম? আমরা কেউ দলের শ্রমিক নই।'
অন্যদিকে, প্রাক্তন বিধায়ক সতীশ কুমারের কণ্ঠেও এক সুর। বলেন, 'দেশে যখন এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হচ্ছে তখন LJP সুপ্রিমো যাঁদের টিকিট দিলেন তা দেখে দলের কর্মীরাও স্তম্ভিত। যে সব কর্মীরা দিনরাত চিরাগ পাসওয়ানের নামে স্লোগান দিতেন, নতুন বিহাররের স্বপ্ন দেখতেন, বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাঁদের সঙ্গে। তাঁদের স্বপ্ন ভেঙে গিয়েছে। আমরা তাই দেশকে বাঁচাতে INDIA জোটকে সমর্থন করব।'
তবে লোকসভা ভোটের প্রাক্কালে চিরাগের দল থেকে এতজন নেতার ইস্তফা ও বিরোধী শিবিরকে সমর্থন শুধুমাত্র চিরাগ পাসওয়ানের দলই নয় অস্বস্তি বাড়াল বিজেপিরও। দলীয় সূত্র মারফত খবর, LJP-এর অন্দরে দীর্ঘদিন ধরেই ছাইচাপা আগুনের মতো বিক্ষোভের আগুন জ্বলছিল। বুধবার তারই বিস্ফোরণ ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে টাকার বিনিময়ে ভোটের টিকিট দেওয়ারও অভিযোগ উঠেছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে মাত্র পাঁচটি আসনে লড়ছে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি দল। বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগারিয়া ও জামুই থেকে লড়ছেন LJP-এর প্রার্থীরা।