• কিউআর কোডে থাকছে প্রার্থীকে নিয়ে নানা তথ্য, হাইটেক প্রচার ব্যারাকপুরে
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • এই সময়, ব্যারাকপুর: দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, মিটিং-মিছিলের বাইরে এ বার কিউআর কোডের মাধ্যমে হাইটেক প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যার জন্য চালু করা হয়েছে নতুন একটি অ্যাপ। ওই অ্যাপে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা শাসকদলের প্রার্থী পার্থ ভৌমিক সম্পর্কে নানা তথ্য জানতে পারবেন।তবে তার আগে ওই ভোটারকে তাঁর নাম, কোন বিধানসভা এলাকার তিনি বাসিন্দা—সে বিষয়ে জানাতে হবে। সেটি দেওয়ার পর তৃণমূলের প্রার্থী সম্পর্কে ৩০ সেকেন্ডের একটি বিস্তারিত ভিডিয়ো দেখতে পাওয়া যাবে। মানুষ কেন তাঁকে ভোট দেবেন, সেই আবেদন যেমন ওই ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হয়েছে, তেমনই ‘ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, শান্তি চাই’-এর আবেদন জানানো হয়েছে।

    টিটাগড় থেকে কাঁচরাপড়া সর্বত্র ভোটারদের হাতে হাতে কিউআর কোডের ওই লিফলেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই কিউআর কোডের মাধ্যমে ভোটের আগে মানুষের মন বুঝে নিতে চাইছে তৃণমূল। নৈহাটি শহর তৃণমূল সভাপতি সনৎ দে বলেন, ‘সকলের হাতেই এখন অ্যান্ড্রয়েড মোবাইল। কিউআর কোড স্ক্যান করে শিক্ষকপুত্র পার্থ ভৌমিক সম্পর্কে জানতে পারবেন সমস্ত ভোটার। আমরা বাড়ি বাড়ি নয়, প্রতিটি ভোটারের কাছে তৃণমূল প্রার্থীর প্রচার তুলে ধরতে চাই।’

    যদিও এই হাইটেক প্রচার নিয়ে মাথা ঘামাচ্ছে না বিজেপি কিংবা সিপিএম। দুই দলেরই অভিযোগ, তৃণমূল যা দুর্নীতি করেছে, তাতে যতই হাইটেক প্রচার হোক সব ঢাকা পড়বে। মঙ্গলবার ছিল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জন্মদিন। ঘরে বসে থেকে নয়, এ দিন সকাল থেকে একাধিক মন্দিরে পুজো, গঙ্গারতি, বিভিন্ন পার্টি অফিস ও ক্লাবে গিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি।

    অর্জুন বলেন, ‘জন্মদিনে প্রচুর মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি। যা আমার ভোটে জেতার রসদ।’
  • Link to this news (এই সময়)