• Exclusive: বিধ্বস্ত ভূমিতে বেঁচে থাকার প্রাণপাত লড়াই! দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়াতে মরিয়া ‘মৃত্যুঞ্জয়ী’রা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ এপ্রিল ২০২৪
  • Jalpaiguri Storm:

    এ যেন একেবারে যুদ্ধ বিধ্বস্ত ভূমি। সব কিছু তছনছ, লণ্ডভণ্ড পরিস্থিতি। প্রাকৃতিক দুর্যোগের পর ৩ দিন কেটে গেলেও চারিদিকে এখনও হাহাকার আর হাহাকার। এখনও গ্রামজুড়ে আর্তনাদের আওয়াজ। অসহায়, নিঃস্ব মানুষগুলোর সম্বল বলতে দু’চোখের জল। জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির বার্নিশ কালিবাড়ি এলাকার বাসিন্দাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ৩-সাড়ে ৩ মিনেটের ঝড় (Storm)। মাথার ওপর শুধু ত্রিপল আর চতুর্দিক ফাঁকা। বুধবার সেখানে গিয়ে দেখা গেল গ্রামের মানুষজন জানপ্রাণ কবুল করে আগলে রয়েছেন ভিটেমাটি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)