Angkrish Raghuvanshi-KKR: ঘুমোতেন ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের সঙ্গে, নাইট জার্সিতে তাণ্ডব চালানো অঙ্গকৃশ বিশ্বচ্যাম্পিয়নও! চিনুন ১৮ বছরের ‘মস্তান’কে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ এপ্রিল ২০২৪
Kolkata Knight Riders vs Delhi Capitals:
আরসিবির জার্সিতে আইপিএলে অভিষেক ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। আর দিল্লি ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স অঙ্গকৃশ রঘুবংশীর। দিল্লির তারকা নিজের শহরের ফ্র্যাঞ্চাইজির হয়েই মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে গেলেন।