• বন্ডের বিকল্প প্রকল্পের ভাবনা মোদি সরকারের
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি:সুপ্রিম কোর্টের নির্দেশে খারিজ হয়ে গিয়েছে নির্বাচনী বন্ড। এবার বিকল্প পথের সন্ধান শুরু করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের পর্ব মিটে গেলেই নতুন প্রকল্প চালু করা হবে বলে সূত্রের খবর। নতুন প্রকল্প নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক কাজ শুরু করেছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। কর্পোরেট সংস্থাগুলির অনুদান নিয়ে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন মহলের তুলে ধরা স্বচ্ছতার বিষয়গুলি মাথায় রেখেই নতুন প্রকল্প তৈরি করা হচ্ছে অর্থমন্ত্রক সূত্রের দাবি।কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সূত্রের খবর, নতুন প্রকল্পের কাজ একবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে নতুন প্রকল্প চালু করতে গেলে প্রয়োজনীয় আইন সংশোধনের প্রয়োজন। সমস্ত দিক ভেবে প্রকল্পের রূপরেখা তৈরি করা হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। নাম গোপন রেখে রাজনৈতিক দলকে অনুদান দেওয়ার সমালোচনা করে শীর্ষ আদালত। বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং মন্তব্য, পর্যবেক্ষণ মাথায় রেখে আইনি দিক আরও শক্ত করে কীভাবে রাজনৈতিক দলগুলি অনুদান গ্রহণ করবে তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে অর্থমন্ত্রক সূত্রের দাবি। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বলেন, সব প্রকল্প পুরোপুরি নিখুঁত হতে পারে না। প্রয়োজনে ভুল ত্রুটি সংশোধন করারও আশ্বাস দিয়েছিলেন তিনি। বিশেষজ্ঞদের বক্তব্য, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে, তাঁদের মতামত নিয়ে এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে নতুন কোনও প্রকল্প চালু করা যেতে পারে। বিকল্প প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের থেকেও মতামত গ্রহণ করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
  • Link to this news (আজকাল)