• Kunal Ghosh : সাহায্য করছে বিজেপিই, কুণালের দাবিতে বিতর্ক
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • এই সময়: কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপির নেতা-কর্মীদের একাংশ তৃণমূলকে সাহায্য করছেন বলে কুণাল ঘোষের দাবি ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক। যদিও এই কেন্দ্রের জোড়াফুল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন কোনও সহায়তা চান না বলে বুধবার সাফ জানিয়ে দিয়েছেন। উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপের সঙ্গে বিজেপি প্রার্থী তাপস রায় এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের ত্রিমুখী লড়াই হচ্ছে।এই প্রেক্ষাপটে কুণাল এদিন সংবাদমাধ্যমে দাবি করেন, ‘উত্তর কলকাতায় বিজেপির যিনি জেলা সভাপতি রয়েছেন, তিনি তো তৃণমূলকে সাহায্য করছেন বলে রিপোর্ট পাচ্ছি। তিনি দেওয়াল ছেড়ে দেওয়া, পুরোনো বিজেপি কর্মীরা যাতে মাঠে না নামেন...এক কথায় তিনি আমাদের সহযোগিতা করছেন। এটা তাপস রায়ের পক্ষে ঘাটতির, আমাদের পক্ষে শুভ ইঙ্গিত। আমাদের কর্মীরা তো ওঁর প্রশংসা করছে।’

    কুণালের এই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ। তাঁর পাল্টা দাবি, কুণালই বিজেপিকে সাহায্য করছেন। তমোঘ্নর কথায়, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবেন। চ্যালেঞ্জ করছি, উত্তর কলকাতা থেকে তাপস রায়কে জিতিয়ে দেখাব। আমাদের কাছে ইনপুট আছে, কুণাল ঘোষ বরাহনগর কেন্দ্রে উপনির্বাচনে আমাদের সাহায্য করছেন। উত্তর কলকাতাতেও কী ভাবে তৃণমূলকে হারানো যায়, তার বিভিন্ন টিপস উনিই পাঠিয়ে দিচ্ছেন।’

    এই তরজায় অবশ্য সুদীপ নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, বাইরের কোনও শক্তির সাহায্য তিনি নেবেন না। সুদীপের কথায়, ‘আমাদের দলের কাউন্সিলার, কর্মীদের সাহায্যে আমি পরিপূর্ণ রয়েছি। বাইরের কারও কোনও সাহায্য আমার দরকার নেই। আমি এমন কোনও সাহায্য প্রত্যাখ্যান করছি।’

    তমোঘ্ন তৃণমূলকে সাহায্য করছেন কুণালের এই দাবি তাপসও মানতে চাননি। তিনি বলেন, ‘বিজেপি আর পাঁচটি রাজনৈতিক দলের মতো নয়, প্রত্যেকের কাজকর্মের উপরে নজরদারি থাকে। তাই এই কথা ঠিক নয়।’
  • Link to this news (এই সময়)