• Election Commission : পঞ্চায়েত ভোটে হিংসার তথ্য তলব করল নির্বাচন কমিশন
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • এই সময়: গত পঞ্চায়েত ভোটে রাজ্যে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছিল, তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে বুধবার বিকেলে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।সূত্রের খবর, সেই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে গত পঞ্চায়েত ভোটের হিংসার রিপোর্ট পাঠাতে বলেছেন তিনি। তাঁর সতর্কবার্তা, ‘কমিশনের নির্দেশ যথাযথ ভাবে পালন করুন। নইলে মাথাদেরকেই ধরতে বাধ্য হব।’

    কমিশন সূত্রের খবর, আগামিকাল, শুক্রবার রাজ্যে আসছেন কমিশনের নিযুক্ত স্পেশাল পুলিশ অবজার্ভার অনিলকুমার সিনহা। শনিবার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে স্টেট পুলিশ নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

    বুধবার রাজ্যে পা রেখেছেন কমিশনের নিযুক্ত জেনারেল স্পেশাল অবজার্ভার অলোক সিনহা। তিনিও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে উষ্মা প্রকাশ করেছেন। ডিএম’দের কাছ থেকেও আলাদা করে রিপোর্ট তলব করেছেন।

    জানা গিয়েছে, রাজ্যের প্রথম দফার ভোটের আগে বেশ কয়েকটি জেলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন কমিশন। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশন থেকে যে সব ব্যবস্থা নিতে বলা হয়েছে, তা না হওয়ায় কার্যত ক্ষুব্ধ কমিশনের শীর্ষকর্তারা। এদিন কলকাতায় পা রেখেই এ ব্যাপারে কমিশনের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জেনারেল স্পেশাল অবজার্ভার তথা উত্তরপ্রদেশ ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার অলোক সিনহা।

    এদিন সকালে দমদম বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান বিএসএফ গেস্ট হাউসে। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব-সহ কমিশনের অন্য কর্তারা। সেই সময়ে রাজ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাঁর কাছ থেকে খোঁজখবর নেন স্পেশাল অবজার্ভার। মুখ্য নির্বাচনী আধিকারিক তাঁকে আশ্বস্ত করে জানান, ভোটের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে।

    জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক রয়েছে। যদিও তাতে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি অলোক সিনহা। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহার জেলায় কেন এখনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। জেলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে ডিএম’দের কাছ থেকেও রিপোর্ট চেয়েছেন তিনি।

    অত্যন্ত কড়া সুরে স্পেশাল অবজার্ভার জানিয়েছেন, অতি দ্রুত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। নইলে সশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে এতটুকু পিছপা হবে না কমিশন।
  • Link to this news (এই সময়)