• 2024 Lok Sabha Election Live Updates: প্রার্থী হিরের টুকরো, আমার মুখটা মনে করে একটা করে ভোট দেবেন: মমতা
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • বৃহস্পতিবার-একদিকে প্রকৃতির রুদ্ররূপ , অন্যদিকে রাজনৈতিক উত্তাপ- ফোকাসে বাংলা। এদিন সব নজর কোচবিহারের দিকে। বঙ্গে ৪২ আসন নিয়ে অমিত শাহের দেওয়া টার্গেট বাড়িয়ে গিয়েছিলেন স্বয়ং মোদী। '৪২-এ ৪২' শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। অন্যদিকে, সর্বশক্তি দিয়ে এই সবকটি আসনে সবুজ ঝড় তুলতে ঝাঁপিয়েছে তৃণমূলও।আমাদের প্রার্থী হিরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন, আর একটা করে ভোট ওকে দেবেন: মমতা বন্দ্যোপাধ্যায়BJP পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। এখানে একটা নতুন মুসলিম পার্টি হয়েছে। যাদের কাজ BJP-র থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করে দেওয়া যাতে তৃণমূল জিততে না পারে। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। নির্বাচনের আগের দিন টাকা দেবে। বলবে ঘর করে দেব: মমতা বন্দ্যোপাধ্যায়জুট কেনাও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জুট বাংলার প্রধান। আমরা তা প্রাণ দিয়ে রক্ষা করব। আমরা চা শিল্পকে রক্ষা করব: মমতা বন্দ্যোপাধ্যায়বাংলাকে মানে না। বাংলার টাকা দেয় না। ২০১৯ সাল থেকে ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়েছে। আমাদের ১ লাখ ৭৪ হাজার কোটি টাকা আমাদের আটকে রেখে দিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়।CAA মাথা, NRC ল্যাজা: মমতা বন্দ্যোপাধ্যায়আপনাদের একজন বাবু যাঁর বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুণ্ডামি করে বেড়ায়। আমি শুনেছি সেন্ট্রাল গর্ভমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিয়োটা চেয়ে পাঠিয়েছি। কয়েক দিন আগে উদয়ন গুহর উপরেও অ্যাটাক হয়েছিল...দেশের লজ্জা। আর এখানে কি কোনও রাজবংশী লোক ছিল না! ভালো লোক ছিল না!: মমতা বন্দ্যোপাধ্যায়পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কে করেছে? আমাদের সরকার। মহারাজা জিতেন্দ্র নাথের নামে কলেজ আমরা করেছি। কোনটা হয়নি? মদন মোহন মন্দিরও প্রশাসন গেছে। আমি অনেকবার গিয়েছি। শিবযজ্ঞ মন্দিরে গিয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি। ১ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকে। দুই তিন দিন সময় লাগে টাকা পৌঁছতে। ইতিমধ্যেই ১ কোটি ৯৯ মহিলার বাড়িতে টাকা পৌঁছে গিয়েছে। যাঁদের টাকা ৫০০ বেড়ে ১০০০ এবং ১০০০ বেড়ে ১২০০ হয়েছে। নিজেরা চেক করে নেবেন: মমতা বন্দ্যোপাধ্যায়আজ একটা মিটিং করতে আসবেন বাবুরা , দেখবেন কত কাঁদবে। কত কুমিরের অশ্রু বইবে। ১১ লাখ বাড়ির তালিকা আমরা দিয়েছিলাম, তিন বছর ধরে আবাসের টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, আমরা কী খারাপ করেছিলাম? ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার কাজে বাংলা প্রথম ছিল: মমতা বন্দ্যোপাধ্যায়বাংলা প্রকৃতি মাতার রাজ্য। জঙ্গল-নদী-সমুদ্র রয়েছে। সবথেকে বেশি সাইক্লোন বাংলা এবং বাংলাদেশে হয়: মমতা বন্দ্যোপাধ্যায়যাঁর বিরুদ্ধে এজেন্সি করবে করবে, মাথানত করবেন না। ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    বৃহস্পতিবার মাথাভাঙার গুমানিরহাট হাই স্কুলের মাঠে বেলা ১২টায় সভা করার কথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, এই দিনই কোচবিহারের রাসমেলার মাঠে বিকেল ৩টে নাগাদ সভা করবেন BJP-র প্রধান মুখ মোদী। গরমের ঝাঁঝ তুড়ি মেরে উড়িয়ে প্রস্তুতিতে সব পক্ষই।

    লোকসভা নির্বাচন দোরগোড়ায়। বাংলায় ৪২টি আসনে টার্গেট সমস্ত দলেরই। ২০১৯ সালে বঙ্গে ১৮টি আসনে পদ্ম ফোটাতে পেরেছিল গেরুয়া শিবির। এরপর অবশ্য বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে বহু বদল এসেছে। বদলেছে BJP-র রাজ্য সভাপতি। ২০১৯ সালে সক্রিয় থাকা মুকুল রায় এখন রাজনৈতিক ময়দান থেকে বহু দূরে। অন্যদিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও প্রত্যাশিত ফলাফল করতে পারেনি বঙ্গ BJP। সবমিলিয়ে লোকসভা নির্বাচন বড় পরীক্ষা BJP-র জন্যও।

    তাৎপর্যপূর্ণভাবে, বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে ফের একবার মসনদে বসেছে তৃণমূল। ৪২টি আসনের কোনওটিই হাতছাড়া করতে নারাজ রাজ্যের শাসক দল। সবমিলিয়ে লোকসভার লড়াই হাড্ডাহাড্ডি।
  • Link to this news (এই সময়)