• World Oldest Man : ১১৪-য় পৌঁছে থামল প্রাণ, প্রয়াত দ্য গ্র্যান্ড ওল্ডম্যান
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • কারাকাস: ১১৪-য় পৌঁছে থামল প্রাণ। ২০২২-এর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম পুরুষ। মঙ্গলবার প্রয়াত হলেন জুয়ান ভিনসেন্ট পেরেজ় মোরা নামে ভেনেজুয়েলার ওই নাগরিক। তাঁর পরিবার সূত্রের খবর, বার্ধক্যজনিত রোগে ভুগে নিজ বাসভবনেই মারা গিয়েছেন তিনি।তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই সংক্রান্ত একটি বার্তাও দিয়েছেন তিনি। মিস্টার জুয়ান বিশ্বের প্রবীণতম পুরুষের খেতাব জিতেছিলেন দু’বছর আগে। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে তাঁকে ওই স্বীকৃতি দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড।

    রেকর্ড অনুযায়ী, সেই সময়ে জুয়ানের বয়স ছিল ১১২ বছর, ২৫৩ দিন। ২০২২-এর ১৮ জানুয়ারি ১১২ বছর বয়সে মারা যান স্পেনের সাতুরনিনো ফুয়েন্তে গার্সিয়া। তার পরপরই জুয়ানকে প্রবীণতম পুরুষের স্বীকৃতি দিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। ১২২ বছর বয়সে ১৯৯৭ সালে প্রয়াত জাপানের মহিলা জিয়েন ক্যালমেন্টই অবশ্য এখনও পর্যন্ত বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্বীকৃত।

    ভেনেজুয়েলার আন্দিয়ানের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে সাধারণ এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি। পরবর্তী কালে মিস্টার জুয়ান নিজেও চাষবাসকেই পেশা হিসেবে বেছে নেন। শোনা যায়, মাত্র পাঁচ বছর বয়স থেকেই বাবা-দাদাদের সঙ্গে আখ ও কফির চাষ শুরু করেন তিনি।

    একটা সময়ের পরে কৃষিকাজ থেকে সরে এলেও মিস্টার জুয়ান প্রায় শেষদিন পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন। নিজের বার্থ সিটির শেরিফও হয়েছিলেন একটা সময়ে। স্থানীয়দের নানাবিধ পারিবারিক এবং জমি সংক্রান্ত বিবাদ মেটানো বা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টেও রীতিমতো সুনাম ছিল বিশ্বের প্রবীণতম ব্যক্তির। স্ত্রী আগেই গত হয়েছেন। এবার চলে গেলেন ১১ সন্তানের বাবা মিস্টার জুয়ান। রেখে গেলেন ৪১ জন নাতি-নাতনিকে। এঁদের মধ্যে আবার ১৮ জনের বিয়ে-সন্তান হয়ে গিয়েছে।
  • Link to this news (এই সময়)