• Kangana Ranaut: 'পরিবারের চাপে প্রেমিকাকে বিয়ে করতে পারেননি', রাহুল গান্ধীকে নিয়ে বেলাগাম কঙ্গনা
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • রাজনীতির ময়দানে তিনি নতুন। তবে কথাবার্তায় হাবেভাবে তিনি যে কোনও অংশে কম যান না তা ভোট প্রচারেই বুঝিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাওয়াত। রাজনৈতিক ময়দানে উত্তরণ হতেই তাঁর মেজাজটা রিলের 'মণিকর্ণিকা'-র মতো। আপাতত ক'দিন বলিউড রেস্ট পিরিয়ড চলছে তাঁর। বর্তমানে তিনি প্রচার ঝড় তুলতে ব্যস্ত নিজভূম মাণ্ডিতে। বিজেপি তারকা প্রার্থী কথায় কথায় মোদী-স্তুতি।কঙ্গনা মানেই বিতর্কিত মন্তব্য একথা একশো শতাংশ সত্য। এবার রাহুলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। রাজনৈতিক ইস্যুতে আজতকের সঙ্গে কথা বলেছেন তিনি। সেই সময়ে নিজের সম্পর্কে বলতে গিয়ে কংগ্রেস পার্টি ও তার বড় নেতাদের সম্পর্কে খানিক বিতর্কের সুরই শোনা যায় অভিনেত্রীর কণ্ঠে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়েও বিবৃতি দিয়েছেন কঙ্গনা।

    কঙ্গনা বলেন, 'আমার মনে হয় রাহুল গান্ধী পরিস্থিতির শিকার। আমি মনে করি না উনি ততটা ব্যর্থ যতটা ওঁকে ব্যর্থ বলে প্রমাণ করা হয়েচে। শিশুরাই নিজের স্বজনপোষণের শিকার হয়। আমার মনে হয় রাহুলও পরিবারবাদের শিকার হয়েছেন। তিনি অন্য কিছু শিখতে পারতেন। হয়তো রাহুল অভিনয় করতে পারতেন, হয়তো উনি একজন অভিনেতা হতে পারতেন। ওঁর মা বিশ্বের মধ্য়ে অন্যতম ধনী। ওঁদের অর্থের কোনও অভাব নেই। শোনা যায়, রাহুল কাউকে ভালোবাসতেন কিন্তু তাঁকে উনি বিয়ে করতে পারেননি এমন কথাও শুনেছি। কেন বিয়ে করে উনি সেটল ডাউন করেননি, কেন তিনি কেরিয়ার গড়তে পারলেন না সবটাই অজানা। রাহুল গান্ধী যে কোনও পদে নির্বাচিত হতে পারে। কিন্তু তিনি সাফল্য পাচ্ছেন না। আমার মনে হয় উনি খুব নিঃসঙ্গ।'

    কঙ্গনার মতে, রাহুলকে এমন কাজের জন্য চাপ দেওয়া হচ্ছে যা আদতে রাহুল করতে পছন্দ করেন না। কঙ্গনার সংযোজন, 'আমার মনে হয় ওঁকে চাপ দেওয়া হয়েছে। যা উনি মন থেকে করতে চাননি সেই কাজের জন্য় চাপ দেওয়া হয়েছে ওঁকে। ওঁর বয়স প্রায় ৬০ বছর হতে চলল অথচ এখনও তাঁকে কংগ্রেস তরুণ বলেই আখ্যা দেয়। চলচ্চিত্র জগতে এমন বহু ছেলেমেয়ে দেখেছি যাদের উপর ক্রমাগত চাপ দিয়ে তাদের জীবন নরক বানিয়ে দিয়েছে বাবা-মায়েরা। সেইসব ছেলে-মেয়েরা কিছুই করতে পারেনি জীবনে। তাদেরও এক অবস্থা। রাহুল গান্ধীর অন্য় কিছু করা উচিত ছিল। উনি হয়তো সফল হতে পারতেন অন্য দুনিয়ায়। তবে ওঁর মা সোনিয়া গান্ধী এসব বোঝেন না।'
  • Link to this news (এই সময়)