• Kangana Ranaut: কেন বিজেপিতে যোগ দিলেন কঙ্গনা? মুখ খুললেন অভিনেত্রী
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে লড়ছে বলি-অভিনেত্রী কঙ্গনা রানাউত। আজতাক/ইন্ডিয়া টুডে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একাধিক প্রসঙ্গ উঠে এল সদ্য় রাজনীতির পা রাখা অভিনেত্রীর কণ্ঠে। রাজনৈতিক প্রেক্ষাপটের আঙিনায় একাধিক বিষয়ে খোলামেলা আলোচনাও করলেন তিনি। কঙ্গনাকর অকপট স্বীকারোক্তি, তিনি নিজেকে একজন রাজনীতিক বলে ভাবতে রাজি নন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তাঁর অনুপ্রেরণা বলে জানালেন কঙ্গনা।কেন বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী?

    এ প্রশ্নের উত্তরে অভিনেত্রীর যুক্তি, মানুষের সেবার করতে চেয়েই তিনি রাজনীতির ময়দানে পা বাড়িয়েছেন, বিজেপিতে যোগ দিয়েছেন। কঙ্গনার কথায়, 'মানুষের সেবা করা মোটেও মুখের কথা নয়। সকলের দ্বারা সে কাজ হয় না। আমার মতো প্রত্যেকেরই স্বপ্ন থাকে মানুষের সেবার করার। ২০ বছর ধরে চলচ্চিত্র জগতে রয়েছি। বিলাসবহুল জীবনযাত্রা উপভোগ করেছিল। কখনও নিজেকে রাজনীতিক ভাবিনি। বিজেপির প্রার্থী হয়েছি কারণ যাতে মানুষের সেবা করতে পারি।' কঙ্গনার সংযোজন, 'আমার সঙ্গে বিজেপির ধ্যানধারণা মেলে। আমি আমাদের অধিকারের জন্য লড়াই করার জন্য ভগবদ গীতার পাঠে বিশ্বাস করি। আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুরও ভক্ত।'

    পাশাপাশি রাহুল গান্ধী প্রসঙ্গও উঠে আসে কঙ্গনার গলায়। কঙ্গনার মতে, রাহুল পরিস্থিতির শিকার। কঙ্গনা বলেন, 'আমার সব সময় মনে হচ্ছে রাহুল গান্ধী পরিস্থিতির শিকার। উনি ততটাও ব্যর্থ নন যতটা ওঁনাকে ব্যর্থ বলে দেখানো হয়। উনি আসনে স্বজনপ্রীতির শিকার। হয়তো উনি অন্য় কিছু করতে পারতেন, হয়তো অভিনয় করতে পারতেন, অভিনেতা হতে পারেন। ওঁর মা বিশ্বের অন্যতম ধনী মহিলা। ওঁদের অর্থের কোনও অভাব নেই। কেন উনি বিয়ে করলেন না, কেন সেটেল ডাউন হতে পারলেন না সেসব নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আমার মনে হয় রাহুল খুব নিঃসঙ্গ। শোনা যায়, ওঁর নাকি প্রেমিকাও ছিল। ভালোবাসার মানুষকে বোধহয় বিয়ে করতে পারেননি বলে আমার মনে হয়। আমার মনে হয় ওঁকে অনেক চাপ দেওয়া হয়, যা উনি করতে চান না তা ওঁকে জোর করে করানো হয়।' রাহুলের অবস্থার জন্য সোনিয়াকেই দায়ি করেন কঙ্গনার। বলেন, 'আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন বহু ছেলে-মেয়েকে দেখেছি যাদের বাবা-মায়েরা জোর করে তাদের দিয়ে এমন কাজ করাতে চান যা তারা আদতে পছন্দ করে না। বাবা-মায়ের জন্য জীবন নরক হয়ে যায় তাদের। রাহুল গান্ধীও জীবনে সফল হতে পারতেন। হলেন না শুধুমাত্র ওঁর মায়ের জন্য।'
  • Link to this news (এই সময়)