• 'টেলিপ্রম্পটার দেখে বাংলা বলে', মোদীকে কটাক্ষ মমতার, জনসভার আগে বিশেষ বার্তা মোদীর
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • কোচবিহারে সভা করার আগে বাংলায় টুইট মোদীর। কোচবিহারের মানুষকে বিশেষ বার্তা দেন তিনি। বিগত কয়েকদিনে রাজ্যে এসে বেশ কিছু নির্বাচনী সভা থেকে বাংলা ভাষায় কিছুক্ষণ বক্তৃতা দিতেও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। মোদীর বাংলা ভাষণ নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।কোচবিহারের সভা থেকে মমতার কটাক্ষ, ‘চার লাইন বাংলা বলতাসে, কী সুন্দর বাংলা কয়! তা নয় ওটা লেখা থাকে। আমার এখানে হালকা রঙেয়ের একটি মাইক থাকে। তার মধ্যে লেখা থাকে পুরো। আপনার দেখতে পাবেন না। এই সিস্টেম আমেরিকায় চালু আছে।’

    প্রচারে এসে বাংলায় কী বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেটাও উল্লেখ করেন মমতা। তাঁর কথায়, ‘এসেই বলবেন, কোচবিহার রাজার জয়, পঞ্চানন কোর্মার জয়। আসলে সবটাই দেখে বলবেন। এটাকে বলে দেখে বলা, আমাকে যদি বলেন গুজরাটিতে বলতে, আমি বলে দেব। আমায় রাজবংশী ভাষায় বলতে বললেও বলে দেব।’

    অন্যদিকে, আজ থেকেই উত্তরবঙ্গের জেলা গুলিতে প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহার থেকে যাত্রা শুরু। বাংলায় আসার আগেই নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি কোচবিহারের জনসাধারণের মধ্যে আসার জন্য উদগ্রীব হয়ে আছি। আজ-ই দুপুর 3.30 নাগাদ বিজেপির সমাবেশে ভাষণ দিতে।ওখানকার মানুষ আমাদের উন্নয়ন কর্মসূচিকে বিরাটভাবে সমর্থন করছেন। আর, আমার দৃঢ় বিশ্বাস ওঁরা আবার বিজেপির প্রতি আস্থা বজায় রাখবেন।’

    'ইন্ডিয়া নামটাও আমার দেওয়া, ভোটের পর দেখে নেব' মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

    এর আগে নদিয়ার কৃষ্ণনগর, উত্তর ২৪ পরগনার বারাসত, শিলিগুড়িতে সভা করেন তিনি। তিনটি সভাতেই ভাষণের শুরুতে বাংলায় জনগণের উদ্দেশে বার্তা দিতে শোনা যায় তাঁকে। জনসংযোগ বাড়াতে বাংলা ভাষায় বচনকে হাতিয়ার করেছেন তিনি। যদিও, এর আগে বিধানসভা নির্বাচনের সময়ও রাজ্যে প্রচারে এসে তাঁকে বাংলা ভাষায় বক্তৃতা দিতে শোনা গিয়েছিল। কিছু বাংলা শব্দের উচ্চারণ নিয়ে হয় উপহাসও। তবে, বাঙালির মন জিততে তাঁদের ভাষাকে গুরুত্ব দেয়ার বিষয়টি যে খবুই কার্যকরী, সেটা রপ্ত করে নিয়েছেন তিনি। সেই জায়গাতেই এবার আঘাত হানলেন তিনি।

    যদিও, প্রধানমন্ত্রী হওয়ার পর লালকেল্লা থেকে ভাষণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিপ্রম্পটার ব্যবহার করতে দেখা গিয়েছে। সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে মোদীকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার নিজস্ব ভাষাতেও বক্ততা দিতে দেখা গিয়েছে মোদীকে। তবে, সেটি যে আদতে টেলিপ্রম্পটারের কামাল, সেরকমটাই অভিযোগ তোলা হয়েছে বিরোধীদের তরফে।
  • Link to this news (এই সময়)