‘হাতের রক্ত মোছেনি’, শীতলকুচিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন IPS-কে তুলোধনা মমতার
এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
শীতলকুচি কাণ্ডে অভিযুক্ত পুলিশ অফিসারকে বিজেপি প্রার্থী করেছে, কোচবিহার থেকে বীরভূমের প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভিজিলেন্স থাকা সত্ত্বেও নিয়ম না মেনে তাঁকে কেন প্রার্থী করা হল, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, গতবারের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে আইপিএস দেবাশিস ধরকে নিযুক্ত করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে।মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে বলেন, ‘বিজেপি ইলেকশন কোড মানে না, ওটা ওদের ঘরবাড়ি।’ বীরভূম থেকে নিয়ম ভেঙে দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছে বলে দাবি তাঁর। অভিযুক্ত আইপিএসের বিরুদ্ধে মমতা বলেন, ‘শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল। নির্বাচন চলাকালীন ছুটে এসে তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম।’ এরপরেই মমতা বলেন, ‘যে লোকটির নির্দেশে এটা করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে সরকারের দুটি তদন্ত চলছে। ভিজিলেন্স ক্লিয়ার হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইনকানুন মানেন না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন।’
কোনও আইনকানুন মানেন না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেনমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। কয়েকদিন আগেই তিনিই অবসর নেন, এরপর তাঁকেই প্রার্থী করে বিজেপি। মমতা বলেন, ‘শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও, হাতের রক্ত মোছেনি। এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে কারণ বলছে আমি স্থানে এসডিপিও ছিলাম, সো হোয়াট?’
Mamata Banerjee Jalpaiguri Tour : চা পরিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের নির্বাচনী কেন্দ্র থেকেই শুরু হয়ে প্রচার। এরপরেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিপর্যয়ের জেরে রবিবার রাতেই জলপাইগুড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শেষ চারদিন ধরে রয়েছেন তিনি। সেখান থেকেই উত্তরের লোকসভা নির্বাচনী কেন্দ্রগুলিতে প্রচার সারবেন তিনি।
কৃষ্ণনগর সভা থেকেই কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে আর্থিক বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী। উঠে আসে আবাস যোজনা থেকে একশো দিনের কাজের প্রকল্প। তবে তাৎপর্যপূর্ণভাবে এবার কোচবিহারে একই দিনে সভা করলেন যুযুধান দুই শীর্ষ নেতৃত্ব। গতবারের লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি দখলে যায় বিজেপির। এই কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী হন। পদ পান ডেপুটি অমিত শাহর। এবার এই আসনটিকে ধরে রাখাটা বিজেপির কাজে বড় চ্যালেঞ্জ। সেখানেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।