• 'আমাদের দলে ছিল আপদ, আজ বিজেপির সম্পদ', নিশীথকে নিশানা মমতার
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • উত্তরবঙ্গে নির্বাচনী সভা শুরু করে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাথাভাঙা থেকে প্রচার শুরু করলেন তিনি। সভা থেকে নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিয়োটা চেয়ে পাঠিয়েছি। ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। ক'দিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়ন গুহর গাড়িতে অ্যাটাক হয়েছিল।'এখানেই শেষ নয়। নাম না করে নিশীথকে আরও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বাবু আমি একটু বলব? তোমার বিরুদ্ধে কী কী কেস আছে? কত কেস আছে? আমি দিয়ে দেব স্থানীয় নেতাদের কাছে। আমার কাথে সব নথিবদ্ধ করা আছে।' এমনকী নিশীথের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়াকেও দেশের লজ্জা বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    'তৃণমূলের প্রার্থী কোচবিহারের হিরে'একইসঙ্গে এদিন নিজের দলের প্রার্থীর প্রশংসাও করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'আমাদের প্রার্থী দেখুন জগদীশচন্দ্র বাসুনিয়া, মাটির মানুষ। কোচবিহারের একটা হিরে। কথা কম বলে, কাজ বেশি করে। আর ওদের প্রার্থী, অমাবস্যার কালো ছায়ায় ঢেকে গিয়েছে। মুখগুলো সব, কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত।'

    কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের সরবএকইসঙ্গে এদিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'যাঁর বিয়ে তিনি নিজেই পুরোহিত, কেন্দ্রীয় সরকার সংবিধান মানে না, এরা মারলে দোষ নয়, এরা গ্রেফতার করলেও দোষ নেই, কেউ মাথা নত করবেন না, ওদের শিক্ষা দেওয়া দরকার আছে।' এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যায় গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা। লাইনে দাঁড়ান ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    'আমার মুখ মনে করবেন'এদিন উপস্থিত জনতার কাছে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়াকে ভোট দেওয়ার আবেদনও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'আমার মুখটা মনে করবেন, আর একটা করে ভোট দেবেন।' একইসঙ্গে 'বিজেপি হঠাও দেশ বাঁচাও' স্লোগানও ওঠে এদিন কোচবিহারের সভা থেকে।
  • Link to this news (এই সময়)