• ভোটের অঙ্কে তিক্ততা ভুলছেন শান্তনু-স্বপন
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • এই সময়, ঠাকুরনগর: সময়সূচি অনুযায়ী প্রচারে আসতে না পারা, প্রচারে স্বচ্ছ ভাবমূর্তির কর্মী বাছাই নিয়েও দলের একাংশ কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে। মঙ্গলবার বারাসতের কর্মিসভায় প্রার্থীর সামনেই অসন্তোষ প্রকাশ করেছেন দলের কর্মীরা। ফলে প্রচার শুরুর মুখেই দলের কর্মীদের লাগাতার ক্ষোভের মুখে পড়তে হচ্ছে স্বপনকে।এই পরিস্থিতিতে বুধবার বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করলেন স্বপন। ঠাকুরবাড়ির হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজোও দেন তিনি। শান্তনুর বাসভবনে এ দিনের বৈঠকে স্বপনের সঙ্গে হাজির ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। বারাসত এবং বনগাঁর সংগঠন নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

    বনগাঁ দক্ষিণের বাসিন্দা স্বপন জেলা সদর বারাসত, রাজারহাট-নিউ টাউন বা বিধাননগরের শহুরে রাজনীতির খুঁটিনাটি সম্পর্কে সড়গড় নন স্বপন। তাই গোড়া থেকেই প্রচারে নেমে হোঁচট খেতে হচ্ছে তাঁকে। এ দিন বারাসত লোকসভা কেন্দ্রে প্রচারের রণকৌশল, স্বচ্ছ ভাবমূর্তির কর্মী বাছাই ও দলের সাংগঠনিক বিষয় নিয়ে শান্তনুর সঙ্গে বৈঠক করেন স্বপন।

    যদিও শান্তনুর সঙ্গে স্বপন মজুমদারের সম্পর্ক কোনও দিনই ভালো ছিল না। বনগাঁয় শান্তনুর কোনও অনুষ্ঠানে কদাচিৎ দেখা যেত তাঁকে। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন বারাসত কেন্দ্রের প্রার্থী। প্রার্থী হয়েছেন শান্তনুও। স্বাভাবিক ভাবেই নিজের কেন্দ্রে সময় দিতে পারছেন না স্বপন। তাঁকে ছাড়া বনগাঁ দক্ষিণে কী ভাবে প্রচার করা যায়, প্রচারে কারা থাকবেন এই নিয়েও স্বপনের সঙ্গে কথা বলেছেন শান্তনু।

    অন্যদিকে, বারাসত লোকসভা কেন্দ্রে যথেষ্ট মতুয়া ভোট রয়েছে। সেই ভোট নিজের অনুকূলে টানতে শান্তনুকে এনে মতুয়া অধ্যুষিত এলাকায় প্রচার করাতে চাইছেন স্বপন। স্রেফ নির্বাচনের অঙ্ক মাথায় রেখেই পুরোনো তিক্ততা ভুলে শান্তনুর সঙ্গে বৈঠক করতে বাধ্য হয়েছেন তিনি।

    এ দিনের বৈঠক প্রসঙ্গে শান্তনু বলেন, ‘বারাসত এবং বনগাঁ লোকসভায় কী ভাবে ভালো ফল করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। দলের স্টার প্রচারক হিসেবে আমার নাম রয়েছে। তাই আমি বারাসত কেন্দ্রে প্রচারে যাব।’ স্বপন মজুমদার বলেন, ‘শান্তনু ঠাকুরের সঙ্গে ভাই, বন্ধুত্বের সম্পর্ক আমার। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর আমাদের আরাধ্য। বারাসতে প্রার্থী হওয়ার কারণে বনগাঁর প্রচারে সময়টা কম দিতে পারব। তবুও আমি বনগাঁয় এসে প্রচার করব।’
  • Link to this news (এই সময়)