তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে কুপিয়ে হত্যা! আহত ৮ বছরের শিশুও, উত্তেজনা নদিয়ায়
এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
লোকসভা নির্বাচনের আগে অশান্তি নদিয়া জেলায়। কুপিয়ে খুনের অভিযোগ এক তৃণমূল কর্মীকে। মৃত ব্যক্তির নাম জাহিদুল সেখ(৩৫)। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ইদের বাজার করে বাড়ি ফেরার পথে তাঁকে হত্যা করা হয়েছে বলে খবর। তদন্ত শুরু করেছে পুলিশ।ইদের বাজার থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। ঘটনাস্থল নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের ঘুণী এলাকায়। মৃত ব্যক্তির নাম জাহিদুল সেখ পঞ্চায়েত সদস্য স্বামী। ঘটনায় গুরুতর জখম হয়েছে আদ্রব শেখ নামে আরও একজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ। তৃণমূল কর্মী খানের ঘটনায় এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের পরিবারকে নিয়ে গাড়িতে করে ইদের বাজার করতে গিয়েছিলেন এই জাহিদুল। গাড়িটি তিনি, তাঁর স্ত্রী-পুত্র এবং গাড়ির চালক ছিলেন। ফেরার পথে গাছের গুঁড়ি ফেলে তাঁদের গাড়ি আটকান হয়। এরপর গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হয় ওই তৃণমূল কর্মীকে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাঁর স্ত্রীকে বাঁচাতে গেলেও তিনিও আহত হন।
ঘটনার পরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাকিদের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহতদের নিয়ে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানেই চিকিৎসকরা জাহিদুলকে মৃত বলে ঘোষণা করে। বাকিরা অসুস্থ অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। জাহিদুলের আট বছরের শিশুটিও আক্রান্ত বলে জানা গিয়েছে। এ বিষয়ে মৃত জাহিদুল শেখের ভাইপো বাসির শেখ বলেন, ‘আমরা খবর পাই আমার কাকা এবং তার পরিবারকে নিয়ে যখন ঈদের বাজার করে বেথুয়া থেকে বাড়ি ফিরছিল ঠিক তখনই তাদেরকে রাস্তা আটকানো হয় এবং বোমাবাজি করা হয়। পরবর্তীকালে এলোপাথারি কোপায় দুষ্কৃতীরা।’ তবে কী কারণে এ ঘটনা ঘটালো তা সম্পর্কে কিছুই বলতে পারছেন না তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া বিশাল পুলিশ বাহিনী। পরিবারের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনা এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিকক কারণেই ওই ব্যক্তিকে আক্রমণ এবং খুন করা হয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, জাহিদুলের জমি সংক্রান্ত কিছু বিবাদ ছিল। সেই সংক্রান্ত বিষয়েও তাঁকে আক্রমণ করা হতে পারে বলেও জানা গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার ব্যাপারে কড়া পদক্ষেপের ব্যাপারে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যেই বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে নদিয়া জেলার এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। দ্রুত অভিযুক্তদের ধরার ব্যাপারে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।