শেখ শাহজাহানকে বাগে পেয়ে দফায় দফায় জেরা ED-র গোয়েন্দাদের। সূত্রের খবর, শাহজাহানকে জেরায় ইতিমধ্যেই বেশ কিছু ‘মারাত্মক’ তথ্য হাতে এসেছে ইডির। তারই ভিত্তিতে আগে যাদের তলব করা হয়েছিল, তাদেরই কাউকে-কাউকে বৃহস্পতিবার ফের ডেকে পাঠানো হয়। তলব পেয়েই সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তাঁরা। শাহজাহানের দেওয়া বয়ানের সঙ্গে এদের বয়ান মিলিয়ে দেখছেন গোয়েন্দারা।